O:9:"MagpieRSS":23:{s:6:"parser";i:0;s:12:"current_item";a:0:{}s:5:"items";a:10:{i:0;a:11:{s:5:"title";s:220:"”কথা কাটাকাটি হয়েছিল, পরে নন ভেজ জোকে একসঙ্গে হেসেছি”, বাপ্পির স্মৃতিচারণায় অভিজিৎ";s:4:"link";s:224:"https://mov.movs.world/movies/%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8/";s:2:"dc";a:1:{s:7:"creator";s:12:"Sally Scully";}s:7:"pubdate";s:31:"Wed, 16 Feb 2022 13:39:40 +0000";s:8:"category";s:129:"Moviesঅভজৎএকসঙগকটকটকথজকননপরবপপরভজসমতচরণয়হয়ছলহসছ";s:4:"guid";s:31:"https://mov.movs.world/?p=39201";s:11:"description";s:1611:"অভিজিৎ ভট্টাচার্য সময়টা ১৯৮০। বাপ্পিদাকে যখন প্রথম দেখি, তখনও তিনি ‘গোল্ড কিং’ বাপ্পি হননি। মানে এত সোনার গয়না পরতেন না। সেই সময় থেকে বাপ্পিদার সঙ্গে আমার পরিচয়।যে মানুষটা গান গাইতে এত ভালোবাসতেন, দুঃখের বিষয় জীবনের শেষ সময় তাঁর গলা থেকে গানটাই হারিয়ে গিয়েছিল। ভয়েস বক্স কাজ করা বন্ধ করে দিয়েছিল। গলার আওয়াজ ঠিক মতো বের ... Read more";s:7:"content";a:1:{s:7:"encoded";s:7463:"
অভিজিৎ ভট্টাচার্য

সময়টা ১৯৮০। বাপ্পিদাকে যখন প্রথম দেখি, তখনও তিনি ‘গোল্ড কিং’ বাপ্পি হননি। মানে এত সোনার গয়না পরতেন না। সেই সময় থেকে বাপ্পিদার সঙ্গে আমার পরিচয়।

যে মানুষটা গান গাইতে এত ভালোবাসতেন, দুঃখের বিষয় জীবনের শেষ সময় তাঁর গলা থেকে গানটাই হারিয়ে গিয়েছিল। ভয়েস বক্স কাজ করা বন্ধ করে দিয়েছিল। গলার আওয়াজ ঠিক মতো বের হত না, গান গাওয়া তো অনেক দূরের কথা। একজন গান অন্ত প্রাণ মানুষের কাছে এর থেকে বড় কষ্টের আর কিছু হয় না। কত মানুষকে গাইয়েছেন উনি। লতাজি (Lata Mangeshkar), রফি সাব থেকে শুরু করে এই অভিজিৎকে পর্যন্ত গান গাইয়েছেন। অনেকের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হয়ে গিয়েছে তাঁর তৈরি গান।

জীবনী শক্তিতে ভরপুর একটা মানুষ ছিল বাপ্পি লাহিড়ী। সেলিব্রেশন খুব ভালোবাসত বাপ্পিদা। এখনও ভালোবাসতই লিখছি, ভালোবাসতেন আর বেরচ্ছে না। বিশ্বাসই করতে পারছি না উনি আর নেই। সম্প্রতি বলিউডে কেরিয়ারের গোল্ডেন জুবিলি মানে ৫০ বছর পূর্তি উপলক্ষে সেলিব্রেশনের আয়োজন করেছিলেন বাপ্পিদা। ওঁর ছেলে বাপ্পা নিজে আমাকে এসে নেমন্তন্ন করেছিল। বলেছিল, বাবা একটু সেলিব্রেট করতে চায়। আমার নিজেরও সেখানে খুব যাওয়ার ইচ্ছে ছিল। কারণ, কিন্তু, একটা দরকারি কাজ পড়ায় অনেকদিন ধরে আমাদের দেখা হচ্ছিল না, কথা বলারও সুযোগ হয়নি। করোনার কারণে নানা সময়ে বিভিন্ন পরিকল্পনা করেও তা বাতিল হয়ে গিয়েছে । তাই আমি ওই অনুষ্ঠানটাই খুব করে যেতে চেয়েছিলাম। কিন্তু, এমনই অবস্থা শেষ মুহূর্তে একটা দরকারি কাজ পড়ে যাওয়ায় আমার আর যাওয়া হয়নি। সারাজীবনের মতো আফসোস রয়ে যাবে, বাপ্পিদার সঙ্গে অনেকদিন বাদে দেখা হওয়ার এত বড় সুযোগ সত্ত্বেও আমাদের দেখা হল না। আর যে হবেও না।

পাপ্পিদা কা গান, পাপ্পিদা কা প্রাণ আর করব না: মীর

বাপ্পিদার সঙ্গে আমার দাদা-ভাইয়ের মতো সম্পর্ক ছিল। অনেকে জানেন না, বাপ্পি লাহিড়ী ভীষণ মজার মানুষ। সারাক্ষণ জোক করছে। নিরামিষ থেকে আমিষ, জোকসের প্ল্যাটারে বাদ থাকত না কিছুই। জোকসের ভাণ্ডার ছিল ঈর্ষনীয়। ইনস্ট্যান্ট জোকস বানিয়ে বলতে পারতেন বাপ্পিদা। হাসতে হাসতে পেট ফেটে যেত সকলের। একদিন আমি বলেছিলাম, বাপ্পিদা একটা সময় ছিল, যখন তোমার সঙ্গে দেখা করার আগে ভয়ে সিঁটিয়ে থাকতাম। এখন তোমার জোকস শুনে হাসতে হাসতে নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছি।

একবার একটা রিয়েলিটি শোয়ে অন ক্যামেরা কথা কাটাকাটি হয়েছিল। এক পেশায় যখন আছি, আলাদা আলাদা মত তো হতেই পারে। কিন্তু, সেটা আমাদের সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি। এক সপ্তাহ পরই দুজনে একসঙ্গে বসে একইভাবে জোক ক্র্যাক করে হেসেছি। সাংঘাতিক মিস করছি। এখনও মানতে পারছি না বাপ্পিদা নেই।

ei samay

We would love to say thanks to the author of this write-up for this awesome content

”কথা কাটাকাটি হয়েছিল, পরে নন ভেজ জোকে একসঙ্গে হেসেছি”, বাপ্পির স্মৃতিচারণায় অভিজিৎ

";}s:7:"summary";s:1611:"অভিজিৎ ভট্টাচার্য সময়টা ১৯৮০। বাপ্পিদাকে যখন প্রথম দেখি, তখনও তিনি ‘গোল্ড কিং’ বাপ্পি হননি। মানে এত সোনার গয়না পরতেন না। সেই সময় থেকে বাপ্পিদার সঙ্গে আমার পরিচয়।যে মানুষটা গান গাইতে এত ভালোবাসতেন, দুঃখের বিষয় জীবনের শেষ সময় তাঁর গলা থেকে গানটাই হারিয়ে গিয়েছিল। ভয়েস বক্স কাজ করা বন্ধ করে দিয়েছিল। গলার আওয়াজ ঠিক মতো বের ... Read more";s:12:"atom_content";s:7463:"
অভিজিৎ ভট্টাচার্য

সময়টা ১৯৮০। বাপ্পিদাকে যখন প্রথম দেখি, তখনও তিনি ‘গোল্ড কিং’ বাপ্পি হননি। মানে এত সোনার গয়না পরতেন না। সেই সময় থেকে বাপ্পিদার সঙ্গে আমার পরিচয়।

যে মানুষটা গান গাইতে এত ভালোবাসতেন, দুঃখের বিষয় জীবনের শেষ সময় তাঁর গলা থেকে গানটাই হারিয়ে গিয়েছিল। ভয়েস বক্স কাজ করা বন্ধ করে দিয়েছিল। গলার আওয়াজ ঠিক মতো বের হত না, গান গাওয়া তো অনেক দূরের কথা। একজন গান অন্ত প্রাণ মানুষের কাছে এর থেকে বড় কষ্টের আর কিছু হয় না। কত মানুষকে গাইয়েছেন উনি। লতাজি (Lata Mangeshkar), রফি সাব থেকে শুরু করে এই অভিজিৎকে পর্যন্ত গান গাইয়েছেন। অনেকের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হয়ে গিয়েছে তাঁর তৈরি গান।

জীবনী শক্তিতে ভরপুর একটা মানুষ ছিল বাপ্পি লাহিড়ী। সেলিব্রেশন খুব ভালোবাসত বাপ্পিদা। এখনও ভালোবাসতই লিখছি, ভালোবাসতেন আর বেরচ্ছে না। বিশ্বাসই করতে পারছি না উনি আর নেই। সম্প্রতি বলিউডে কেরিয়ারের গোল্ডেন জুবিলি মানে ৫০ বছর পূর্তি উপলক্ষে সেলিব্রেশনের আয়োজন করেছিলেন বাপ্পিদা। ওঁর ছেলে বাপ্পা নিজে আমাকে এসে নেমন্তন্ন করেছিল। বলেছিল, বাবা একটু সেলিব্রেট করতে চায়। আমার নিজেরও সেখানে খুব যাওয়ার ইচ্ছে ছিল। কারণ, কিন্তু, একটা দরকারি কাজ পড়ায় অনেকদিন ধরে আমাদের দেখা হচ্ছিল না, কথা বলারও সুযোগ হয়নি। করোনার কারণে নানা সময়ে বিভিন্ন পরিকল্পনা করেও তা বাতিল হয়ে গিয়েছে । তাই আমি ওই অনুষ্ঠানটাই খুব করে যেতে চেয়েছিলাম। কিন্তু, এমনই অবস্থা শেষ মুহূর্তে একটা দরকারি কাজ পড়ে যাওয়ায় আমার আর যাওয়া হয়নি। সারাজীবনের মতো আফসোস রয়ে যাবে, বাপ্পিদার সঙ্গে অনেকদিন বাদে দেখা হওয়ার এত বড় সুযোগ সত্ত্বেও আমাদের দেখা হল না। আর যে হবেও না।

পাপ্পিদা কা গান, পাপ্পিদা কা প্রাণ আর করব না: মীর

বাপ্পিদার সঙ্গে আমার দাদা-ভাইয়ের মতো সম্পর্ক ছিল। অনেকে জানেন না, বাপ্পি লাহিড়ী ভীষণ মজার মানুষ। সারাক্ষণ জোক করছে। নিরামিষ থেকে আমিষ, জোকসের প্ল্যাটারে বাদ থাকত না কিছুই। জোকসের ভাণ্ডার ছিল ঈর্ষনীয়। ইনস্ট্যান্ট জোকস বানিয়ে বলতে পারতেন বাপ্পিদা। হাসতে হাসতে পেট ফেটে যেত সকলের। একদিন আমি বলেছিলাম, বাপ্পিদা একটা সময় ছিল, যখন তোমার সঙ্গে দেখা করার আগে ভয়ে সিঁটিয়ে থাকতাম। এখন তোমার জোকস শুনে হাসতে হাসতে নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছি।

একবার একটা রিয়েলিটি শোয়ে অন ক্যামেরা কথা কাটাকাটি হয়েছিল। এক পেশায় যখন আছি, আলাদা আলাদা মত তো হতেই পারে। কিন্তু, সেটা আমাদের সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি। এক সপ্তাহ পরই দুজনে একসঙ্গে বসে একইভাবে জোক ক্র্যাক করে হেসেছি। সাংঘাতিক মিস করছি। এখনও মানতে পারছি না বাপ্পিদা নেই।

ei samay

We would love to say thanks to the author of this write-up for this awesome content

”কথা কাটাকাটি হয়েছিল, পরে নন ভেজ জোকে একসঙ্গে হেসেছি”, বাপ্পির স্মৃতিচারণায় অভিজিৎ

";s:14:"date_timestamp";i:1645018780;}i:1;a:11:{s:5:"title";s:131:"বাপ্পি লাহিড়ী অভিনয়ও করেছিলেন, জানেন কোন সিনেমা?";s:4:"link";s:223:"https://mov.movs.world/movies/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b0/";s:2:"dc";a:1:{s:7:"creator";s:10:"Lance Kind";}s:7:"pubdate";s:31:"Wed, 16 Feb 2022 12:12:42 +0000";s:8:"category";s:78:"Moviesঅভনয়ওকনকরছলনজননবপপলহডসনম";s:4:"guid";s:31:"https://mov.movs.world/?p=39130";s:11:"description";s:1460:"এই সময় ডিজিটাল ডেস্ক: গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ীকে তো সকলেই চেনেন, তবে অভিনেতা বাপ্পি লাহিড়ী অনেকের কাছেই হয়তো অজানা। বাপ্পি লাহিড়ী তাঁর মামা কিশোর কুমারের সঙ্গেই ডেবিউ ছবিটি করেন। খুবই অল্প কয়েকটা ছবি করেন বাপ্পি। কিশোর কুমারের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল সেই কারণেই তাঁর কথায় ছবি করতে রাজি হন সুরকার বাপ্পি লাহিড়ী। কিশোর কুমারকে ... Read more";s:7:"content";a:1:{s:7:"encoded";s:8939:"
এই সময় ডিজিটাল ডেস্ক: গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ীকে তো সকলেই চেনেন, তবে অভিনেতা বাপ্পি লাহিড়ী অনেকের কাছেই হয়তো অজানা। বাপ্পি লাহিড়ী তাঁর মামা কিশোর কুমারের সঙ্গেই ডেবিউ ছবিটি করেন। খুবই অল্প কয়েকটা ছবি করেন বাপ্পি। কিশোর কুমারের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল সেই কারণেই তাঁর কথায় ছবি করতে রাজি হন সুরকার বাপ্পি লাহিড়ী। কিশোর কুমারকে মামাজী বলেই ডাকতেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর প্রথম ছবি ১৯৭৪ সালে Badhti Ka Naam Dadhi।

বাপ্পির Jimmy Jimmy রাশিয়ায় আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল কেন?
২০২১ সালে বাপ্পি লাহিড়ী নিজের ইনস্টাগ্রামে তাঁর করা সিনেমার শ্যুটিং-এর এই ছবিটি পোস্ট করেন লেখেন, “এই ছবিতেই অভিনেতা হিসেবে আমি ডেবিউ করি। ছবিটির প্রযোজনা করেন কিশোর কুমার ও অমিত কুমার, আপনারা কি কেউ ছবির নাম বলতে পারবেন।”
eisamay‘গোল্ড লাভার’ বাপ্পি লাহিড়ীর সোনার ওজন ও বাজারদর কত জানেন?
Badhti Ka Naam Dadhi ছবিটির একটি কমেডি ছবি। যার মূল কাহিনী ছিল সবথেকে লম্বা দাড়িওয়ালা লোকই হবে সব থেকে ধনী ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী।

eisamayপাপ্পিদা কা গান, পাপ্পিদা কা প্রাণ আর করব না: মীর
মঙ্গলবার রাতে ১১টা ৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বছর এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন শিল্পী। তারপর থেকেই শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, একাধিক রোগে ভুগছিলেন বাপ্পি। শেষজীবনে চলাফেরা করার ক্ষেত্রেও অসুবিধা দেখা দেয়। এরপরেই তাঁর জুহুর বাড়িতে হুইল চেয়ারের বন্দোবস্ত করা হয়। একটি লিফটও বসানো হয়েছিল বলে খবর। মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে গত ২৯ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। ওই হাসপাতালের ডিরেক্টর চিকিৎসক ডা. দীপক নামজোশী বলেন, “গত মাস থেকেই উনি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরে তাঁকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়। একাধিক অসুখ ছিল ওঁর। তিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে গতকাল রাতে মারা যান তিনি।”

বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকের ছায়া বলিউডে। অক্ষয় কুমার , অজয় দেবগন, এ আর রহমানের মতো তারকারা শোকপ্রকাশ করেছেন। অক্ষয় কুমার লেখেন, ‘আজ আরও এক নক্ষত্রকে হারালো মিউজিক ইন্ডাস্ট্রি…. বাপ্পি দা, তোমার কন্ঠস্বর কোটি কোটি মানুষকে নাচবার কারণ জুগিয়েছে, এই তালিকায় আমিও রয়েছি। তোমার মিউজিকের সঙ্গে আমাদের জীবনে এতো রঙ ভরে দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।
বলিউডের সিংঘম টুইট করে লেখেন, “একজন ভালো মনের মানুষ ছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর মিউজিক ছিল সময়ের চেয়ে এগিয়ে। চলতে চলতে, সুরক্ষা, ডিস্কো ডান্সার-এর মতো ছবির মিউজিকের সঙ্গে হিন্দি ছবির মিউজিকে সমসাময়িক ধারা যোগ করেছিলেন বাপ্পি লাহিডি়। সবশেষে অজয় দেবগণ লেখেন, ‘ওম শান্তি দাদা, তোমাকে মিস করব।”

ei samay

ছবি-সৌজন্যে/bappilahiri_official_

We would love to give thanks to the author of this short article for this amazing content

বাপ্পি লাহিড়ী অভিনয়ও করেছিলেন, জানেন কোন সিনেমা?

";}s:7:"summary";s:1460:"এই সময় ডিজিটাল ডেস্ক: গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ীকে তো সকলেই চেনেন, তবে অভিনেতা বাপ্পি লাহিড়ী অনেকের কাছেই হয়তো অজানা। বাপ্পি লাহিড়ী তাঁর মামা কিশোর কুমারের সঙ্গেই ডেবিউ ছবিটি করেন। খুবই অল্প কয়েকটা ছবি করেন বাপ্পি। কিশোর কুমারের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল সেই কারণেই তাঁর কথায় ছবি করতে রাজি হন সুরকার বাপ্পি লাহিড়ী। কিশোর কুমারকে ... Read more";s:12:"atom_content";s:8939:"
এই সময় ডিজিটাল ডেস্ক: গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ীকে তো সকলেই চেনেন, তবে অভিনেতা বাপ্পি লাহিড়ী অনেকের কাছেই হয়তো অজানা। বাপ্পি লাহিড়ী তাঁর মামা কিশোর কুমারের সঙ্গেই ডেবিউ ছবিটি করেন। খুবই অল্প কয়েকটা ছবি করেন বাপ্পি। কিশোর কুমারের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল সেই কারণেই তাঁর কথায় ছবি করতে রাজি হন সুরকার বাপ্পি লাহিড়ী। কিশোর কুমারকে মামাজী বলেই ডাকতেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর প্রথম ছবি ১৯৭৪ সালে Badhti Ka Naam Dadhi।

বাপ্পির Jimmy Jimmy রাশিয়ায় আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল কেন?
২০২১ সালে বাপ্পি লাহিড়ী নিজের ইনস্টাগ্রামে তাঁর করা সিনেমার শ্যুটিং-এর এই ছবিটি পোস্ট করেন লেখেন, “এই ছবিতেই অভিনেতা হিসেবে আমি ডেবিউ করি। ছবিটির প্রযোজনা করেন কিশোর কুমার ও অমিত কুমার, আপনারা কি কেউ ছবির নাম বলতে পারবেন।”
eisamay‘গোল্ড লাভার’ বাপ্পি লাহিড়ীর সোনার ওজন ও বাজারদর কত জানেন?
Badhti Ka Naam Dadhi ছবিটির একটি কমেডি ছবি। যার মূল কাহিনী ছিল সবথেকে লম্বা দাড়িওয়ালা লোকই হবে সব থেকে ধনী ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী।

eisamayপাপ্পিদা কা গান, পাপ্পিদা কা প্রাণ আর করব না: মীর
মঙ্গলবার রাতে ১১টা ৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বছর এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন শিল্পী। তারপর থেকেই শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, একাধিক রোগে ভুগছিলেন বাপ্পি। শেষজীবনে চলাফেরা করার ক্ষেত্রেও অসুবিধা দেখা দেয়। এরপরেই তাঁর জুহুর বাড়িতে হুইল চেয়ারের বন্দোবস্ত করা হয়। একটি লিফটও বসানো হয়েছিল বলে খবর। মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে গত ২৯ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। ওই হাসপাতালের ডিরেক্টর চিকিৎসক ডা. দীপক নামজোশী বলেন, “গত মাস থেকেই উনি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরে তাঁকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়। একাধিক অসুখ ছিল ওঁর। তিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে গতকাল রাতে মারা যান তিনি।”

বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকের ছায়া বলিউডে। অক্ষয় কুমার , অজয় দেবগন, এ আর রহমানের মতো তারকারা শোকপ্রকাশ করেছেন। অক্ষয় কুমার লেখেন, ‘আজ আরও এক নক্ষত্রকে হারালো মিউজিক ইন্ডাস্ট্রি…. বাপ্পি দা, তোমার কন্ঠস্বর কোটি কোটি মানুষকে নাচবার কারণ জুগিয়েছে, এই তালিকায় আমিও রয়েছি। তোমার মিউজিকের সঙ্গে আমাদের জীবনে এতো রঙ ভরে দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।
বলিউডের সিংঘম টুইট করে লেখেন, “একজন ভালো মনের মানুষ ছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর মিউজিক ছিল সময়ের চেয়ে এগিয়ে। চলতে চলতে, সুরক্ষা, ডিস্কো ডান্সার-এর মতো ছবির মিউজিকের সঙ্গে হিন্দি ছবির মিউজিকে সমসাময়িক ধারা যোগ করেছিলেন বাপ্পি লাহিডি়। সবশেষে অজয় দেবগণ লেখেন, ‘ওম শান্তি দাদা, তোমাকে মিস করব।”

ei samay

ছবি-সৌজন্যে/bappilahiri_official_

We would love to give thanks to the author of this short article for this amazing content

বাপ্পি লাহিড়ী অভিনয়ও করেছিলেন, জানেন কোন সিনেমা?

";s:14:"date_timestamp";i:1645013562;}i:2;a:11:{s:5:"title";s:164:"মিঠুনকে কী ভাবে ‘ডিস্কো ডান্সার’ বানিয়েছিলেন বাপ্পি লাহিড়ী?";s:4:"link";s:224:"https://mov.movs.world/movies/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%a1%e0%a6%be/";s:2:"dc";a:1:{s:7:"creator";s:12:"Sally Scully";}s:7:"pubdate";s:31:"Wed, 16 Feb 2022 09:38:36 +0000";s:8:"category";s:84:"Moviesকডনসরডসকবনয়ছলনবপপভবমঠনকলহড";s:4:"guid";s:31:"https://mov.movs.world/?p=39054";s:11:"description";s:1647:"এই সময় ডিজিটাল ডেস্ক: ”আই অ্যাম অ্যা ডিস্কো ডান্সার”-আশির দশকে গোটা দেশ থুড়ি, সারা বিশ্বকে নাচিয়ে দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। ভারতের সংগীত জগতে বাপ্পির হাত ধরে ডিস্কোর ছোঁয়া এক অন্য মাত্রা পেয়েছিল। বাপ্পি লাহিড়ীর সুরে আরও এক বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তীর নাচ রাতারাতি নজর কেড়েছিল। সে সময় বলিউড কাঁপাচ্ছেন অমিতাভ বচ্চন। মেগাস্টারের সঙ্গে পাল্লা দিয়ে বাণিজ্যনগরীতে রীতিমতো ... Read more";s:7:"content";a:1:{s:7:"encoded";s:8447:"
এই সময় ডিজিটাল ডেস্ক: ”আই অ্যাম অ্যা ডিস্কো ডান্সার”-আশির দশকে গোটা দেশ থুড়ি, সারা বিশ্বকে নাচিয়ে দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। ভারতের সংগীত জগতে বাপ্পির হাত ধরে ডিস্কোর ছোঁয়া এক অন্য মাত্রা পেয়েছিল। বাপ্পি লাহিড়ীর সুরে আরও এক বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তীর নাচ রাতারাতি নজর কেড়েছিল। সে সময় বলিউড কাঁপাচ্ছেন অমিতাভ বচ্চন। মেগাস্টারের সঙ্গে পাল্লা দিয়ে বাণিজ্যনগরীতে রীতিমতো ইতিহাস তৈরি করেছিলেন কলকাতার মিঠুন। ‘ডিস্কো ডান্সার’-এর অভাবনীয় সাফল্যে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিলেন মিঠুন। একদিকে বাপ্পি লাহিড়ীর ম্যাজিক, আর অন্যদিকে মিঠুনের নাচ- সবমিলিয়ে মিঠুন-বাপ্পি জুটিতে গমগম করে উঠল বক্স অফিস।

শুধু ‘ডিস্কো ডান্সার’-ই নয়, ‘ডান্স ডান্স'(১৯৮৭), ‘গুরু’ (১৯৮৯), ‘প্রেম প্রতীজ্ঞা'(১৯৮৯)-এর মতো একের পর এক সুপারডুপার হিট দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন এই দুই বঙ্গসন্তান। বাপ্পির সুরে মিঠুন যেমন রাতারাতি ডান্সিং স্টার হয়েছিলেন, তেমনই ডিস্কো কিং-কে পেয়েছিল গোটা দেশ। মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে বাপ্পি লাহিড়ী যেমন গভীর ছাপ ফেলে গিয়েছেন, তেমনই ডিস্কো কিংয়ের কেরিয়ারেও মিঠুনের ছায়াও অস্বীকার করার নেই। বাপ্পি লাহিড়ীর প্রয়াণের পর সেসবই যেন ‘ইয়াদ আ রাহা হ্যায়’-এর মতো স্মৃতিতে ডুব দিচ্ছেন সিনেপ্রেমীরা।

‘ডিস্কো ডান্সার’ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম উজ্জ্বল নাম। সেই ছবি তৈরি হল কী ভাবে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কিংবদন্তী সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী স্বয়ং জানিয়েছিলেন, তিনি পরিচালক রবিকান্ত নাগাইচের থেকে ফোন পান। যিনি বাপ্পিকে একজন নতুন ছেলের বিষয়ে কথা বলেছিলেন। ছেলেটি সম্পর্কে রবি বলেছিলেন, ”জন ট্রাভোল্টা মিটস ব্রুস লি”। শুধু তাই নয়, Babbar Subhash-এর আগামী ছবির জন্য ওই ছেলেটির জন্য বাপ্পির কাছে গানের আর্জি রাখেন রবি। এরপরই বাপ্পি লাহিড়ী ‘ডিস্কো ডান্সার’ তৈরি করেন। আর এই গান রাতারাতি বলিউডে মিঠুনকে স্টার বানিয়ে দেয়।

বাপ্পির Jimmy Jimmy রাশিয়ায় আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল কেন?

‘ইয়াদ আ রাহা হ্যায়’ ও ‘আই অ্যাম অ্যা ডিস্কো ডান্সার’, ‘ডিস্কো ডান্সার’ ছবির এই দুটি গানে আজও মজে কাশ্মীর থেকে কন্যাকুমারী। তবে শুধু দেশ নয়, বিদেশেও এই গানগুলির জনপ্রিয়তা আকাশছোঁয়া। এরপর ১৯৮৭ সালে ‘ডান্স ডান্স’ ছবির হাত ধরে সুপারস্টার তকমা আদায় করে নিয়েছিলেন মিঠুন।

মিঠুনের ছবি ‘প্রেম প্রতীজ্ঞা’-তে আরও এক কিংবদন্তী আশা ভোঁসলের সঙ্গে কাজ করেছিলেন বাপ্পি লাহিড়ী। ‘প্যায়ার কভি কম নহি করনা’-র মতো গানে আচ্ছন্ন বি-টাউন। ‘গুরু’ সিনেমার জন্য সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সঙ্গে কাজ করেছিলেন বাপ্পি। ভারতীয় চলচ্চিত্রে মিঠুনকে উচ্চ আসীনে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ীর সুরের মূর্চ্ছনার রেশ যেমন বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল, তেমনই মিঠুনের জনপ্রিয়তাও দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও অন্য মাত্রা পেয়েছিল। ‘জিমি জিমি’ গানে মিঠুনের দুর্ধর্ষ ডান্স মুভমেন্টে মাতোয়ারা হয়েছিল রাশিয়া।

ei samay

ছবি ফেসবুক থেকে

We would like to give thanks to the author of this write-up for this awesome web content

মিঠুনকে কী ভাবে ‘ডিস্কো ডান্সার’ বানিয়েছিলেন বাপ্পি লাহিড়ী?

";}s:7:"summary";s:1647:"এই সময় ডিজিটাল ডেস্ক: ”আই অ্যাম অ্যা ডিস্কো ডান্সার”-আশির দশকে গোটা দেশ থুড়ি, সারা বিশ্বকে নাচিয়ে দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। ভারতের সংগীত জগতে বাপ্পির হাত ধরে ডিস্কোর ছোঁয়া এক অন্য মাত্রা পেয়েছিল। বাপ্পি লাহিড়ীর সুরে আরও এক বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তীর নাচ রাতারাতি নজর কেড়েছিল। সে সময় বলিউড কাঁপাচ্ছেন অমিতাভ বচ্চন। মেগাস্টারের সঙ্গে পাল্লা দিয়ে বাণিজ্যনগরীতে রীতিমতো ... Read more";s:12:"atom_content";s:8447:"
এই সময় ডিজিটাল ডেস্ক: ”আই অ্যাম অ্যা ডিস্কো ডান্সার”-আশির দশকে গোটা দেশ থুড়ি, সারা বিশ্বকে নাচিয়ে দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। ভারতের সংগীত জগতে বাপ্পির হাত ধরে ডিস্কোর ছোঁয়া এক অন্য মাত্রা পেয়েছিল। বাপ্পি লাহিড়ীর সুরে আরও এক বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তীর নাচ রাতারাতি নজর কেড়েছিল। সে সময় বলিউড কাঁপাচ্ছেন অমিতাভ বচ্চন। মেগাস্টারের সঙ্গে পাল্লা দিয়ে বাণিজ্যনগরীতে রীতিমতো ইতিহাস তৈরি করেছিলেন কলকাতার মিঠুন। ‘ডিস্কো ডান্সার’-এর অভাবনীয় সাফল্যে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিলেন মিঠুন। একদিকে বাপ্পি লাহিড়ীর ম্যাজিক, আর অন্যদিকে মিঠুনের নাচ- সবমিলিয়ে মিঠুন-বাপ্পি জুটিতে গমগম করে উঠল বক্স অফিস।

শুধু ‘ডিস্কো ডান্সার’-ই নয়, ‘ডান্স ডান্স'(১৯৮৭), ‘গুরু’ (১৯৮৯), ‘প্রেম প্রতীজ্ঞা'(১৯৮৯)-এর মতো একের পর এক সুপারডুপার হিট দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন এই দুই বঙ্গসন্তান। বাপ্পির সুরে মিঠুন যেমন রাতারাতি ডান্সিং স্টার হয়েছিলেন, তেমনই ডিস্কো কিং-কে পেয়েছিল গোটা দেশ। মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে বাপ্পি লাহিড়ী যেমন গভীর ছাপ ফেলে গিয়েছেন, তেমনই ডিস্কো কিংয়ের কেরিয়ারেও মিঠুনের ছায়াও অস্বীকার করার নেই। বাপ্পি লাহিড়ীর প্রয়াণের পর সেসবই যেন ‘ইয়াদ আ রাহা হ্যায়’-এর মতো স্মৃতিতে ডুব দিচ্ছেন সিনেপ্রেমীরা।

‘ডিস্কো ডান্সার’ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম উজ্জ্বল নাম। সেই ছবি তৈরি হল কী ভাবে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কিংবদন্তী সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী স্বয়ং জানিয়েছিলেন, তিনি পরিচালক রবিকান্ত নাগাইচের থেকে ফোন পান। যিনি বাপ্পিকে একজন নতুন ছেলের বিষয়ে কথা বলেছিলেন। ছেলেটি সম্পর্কে রবি বলেছিলেন, ”জন ট্রাভোল্টা মিটস ব্রুস লি”। শুধু তাই নয়, Babbar Subhash-এর আগামী ছবির জন্য ওই ছেলেটির জন্য বাপ্পির কাছে গানের আর্জি রাখেন রবি। এরপরই বাপ্পি লাহিড়ী ‘ডিস্কো ডান্সার’ তৈরি করেন। আর এই গান রাতারাতি বলিউডে মিঠুনকে স্টার বানিয়ে দেয়।

বাপ্পির Jimmy Jimmy রাশিয়ায় আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল কেন?

‘ইয়াদ আ রাহা হ্যায়’ ও ‘আই অ্যাম অ্যা ডিস্কো ডান্সার’, ‘ডিস্কো ডান্সার’ ছবির এই দুটি গানে আজও মজে কাশ্মীর থেকে কন্যাকুমারী। তবে শুধু দেশ নয়, বিদেশেও এই গানগুলির জনপ্রিয়তা আকাশছোঁয়া। এরপর ১৯৮৭ সালে ‘ডান্স ডান্স’ ছবির হাত ধরে সুপারস্টার তকমা আদায় করে নিয়েছিলেন মিঠুন।

মিঠুনের ছবি ‘প্রেম প্রতীজ্ঞা’-তে আরও এক কিংবদন্তী আশা ভোঁসলের সঙ্গে কাজ করেছিলেন বাপ্পি লাহিড়ী। ‘প্যায়ার কভি কম নহি করনা’-র মতো গানে আচ্ছন্ন বি-টাউন। ‘গুরু’ সিনেমার জন্য সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সঙ্গে কাজ করেছিলেন বাপ্পি। ভারতীয় চলচ্চিত্রে মিঠুনকে উচ্চ আসীনে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ীর সুরের মূর্চ্ছনার রেশ যেমন বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল, তেমনই মিঠুনের জনপ্রিয়তাও দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও অন্য মাত্রা পেয়েছিল। ‘জিমি জিমি’ গানে মিঠুনের দুর্ধর্ষ ডান্স মুভমেন্টে মাতোয়ারা হয়েছিল রাশিয়া।

ei samay

ছবি ফেসবুক থেকে

We would like to give thanks to the author of this write-up for this awesome web content

মিঠুনকে কী ভাবে ‘ডিস্কো ডান্সার’ বানিয়েছিলেন বাপ্পি লাহিড়ী?

";s:14:"date_timestamp";i:1645004316;}i:3;a:11:{s:5:"title";s:144:"বাপ্পির Jimmy Jimmy রাশিয়ায় আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল কেন?";s:4:"link";s:225:"https://mov.movs.world/movies/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-jimmy-jimmy-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%9b%e0%a7%8b/";s:2:"dc";a:1:{s:7:"creator";s:10:"Lance Kind";}s:7:"pubdate";s:31:"Wed, 16 Feb 2022 09:11:28 +0000";s:8:"category";s:86:"MoviesJimmyআকশছয়কনজনপরয়তপয়ছলবপপররশয়য়";s:4:"guid";s:31:"https://mov.movs.world/?p=38983";s:11:"description";s:1470:"এই সময় ডিজিটাল ডেস্ক: চার দশক ধরে বলিউডে দাপিয়ে কাজ করেছেন ভারতীয় সিনেমার ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। বলা হয় ডিস্কোর সঙ্গে ভারতীয়দের প্রথম পরিচিত ঘটে বাপ্পি লাহিড়ীর হাত ধরেই। বাপ্পি লাহিড়ী হিটের সংখ্যা অগণিত। তবে যে অভিনেতার সিনেমায় সর্বাধিক হিট দিয়েছেন বাপ্পি লাহিড়ী তিনি হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । সালটা ১৯৮২ মুক্তি ... Read more";s:7:"content";a:1:{s:7:"encoded";s:7645:"
এই সময় ডিজিটাল ডেস্ক: চার দশক ধরে বলিউডে দাপিয়ে কাজ করেছেন ভারতীয় সিনেমার ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। বলা হয় ডিস্কোর সঙ্গে ভারতীয়দের প্রথম পরিচিত ঘটে বাপ্পি লাহিড়ীর হাত ধরেই। বাপ্পি লাহিড়ী হিটের সংখ্যা অগণিত। তবে যে অভিনেতার সিনেমায় সর্বাধিক হিট দিয়েছেন বাপ্পি লাহিড়ী তিনি হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । সালটা ১৯৮২ মুক্তি পায় ‘ডিস্কো ডান্সার’। মিঠুন চক্রবর্তীর কেরিয়ারের মোড় ঘোড়ানো ছবি। বাপ্পি লাহিড়ীর সুরে মিঠুনের নাচ (Mithun Chakraborty)বক্স অফিসে আলোড়ন ফেলে দেয়। এই ছবির একটি বিখ্যাত গান যা মিঠুন চক্রবর্তীর জীবনে আইকনিক গান হয়ে থেকে যাবে সেটি হল Jimmy Jimmy Jimmy Aaja গানটি। ভারতের পাশাপাশি এই গানটি ব্যপক জনপ্রিয়তা পায় সুদূর রাশিয়াতে। শোনা যায় এই গানটির পর মিঠুন চক্রবর্তী ক্রাশে পরিণত হয় রাশিয়ান মহিলাদের। কিন্তু এর কারণ কী জানেন?

‘গোল্ড লাভার’ বাপ্পি লাহিড়ীর সোনার ওজন ও বাজারদর কত জানেন?
আটের দশকে সারা বিশ্বেই ডিস্কো একটি অত্যন্ত জনপ্রিয় একটি জ্যঁর হয়ে দাঁড়ায়। হলিউড বহু আগেই এই ডিস্কো মিউজিক সঙ্গে পরিচয় ঘটান ওয়ার্ল্ড সিনেমার দর্শকদের। সেই সময় অর্থাৎ ১৯৮০ সালে You are Ok এর Ottawan গানটি সারা বিশ্বে ব্যপক জনপ্রিয় হয়। কিন্তু, সোভিয়েত ইউনিয়নে আমেরিকান গানের সহজলভ্যতা বিশেষ না থাকার কারণে ১৯৮২ সালে যখন Jimmy Jimmy Jimmy Aaja গানটি মুক্তি পায় তা ব্যপক জনপ্রিয় হয় রুশ নাগরিকদের মধ্যে।

eisamayবাপ্পি লাহিড়ী মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়লেন উষা উত্থুপ
প্রসঙ্গত, খুব কম সংখ্যক ভারতীয় ছবি ও গান রাশিয়ার নাগরিকদের মধ্যে জনপ্রিয়তা পায়। তাঁর মধ্যে ডিস্কো ডান্সার ছবির এই গান নিঃসন্দেহে অন্যতম। এছাড়াও আরও একটি ভারতীয় ছবি যেটি পপুলার হয় সেটি হল ‘সীতা অউর গীতা’। এখনও রাশিয়ার টেলিভিশনে এই ছবি গুলিসমান জনপ্রিয়।
eisamay“মনের মধ্যে নেই নেই ব্যাপার কাজ করছে”, বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকে বিহ্বল শানু
মঙ্গলবার রাতে ১১টা ৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বছর এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন শিল্পী। তারপর থেকেই শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, একাধিক রোগে ভুগছিলেন বাপ্পি। শেষজীবনে চলাফেরা করার ক্ষেত্রেও অসুবিধা দেখা দেয়। এরপরেই তাঁর জুহুর বাড়িতে হুইল চেয়ারের বন্দোবস্ত করা হয়। একটি লিফটও বসানো হয়েছিল বলে খবর। মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে গত ২৯ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। ওই হাসপাতালের ডিরেক্টর চিকিৎসক ডা. দীপক নামজোশী বলেন, “গত মাস থেকেই উনি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরে তাঁকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়। একাধিক অসুখ ছিল ওঁর। তিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে গতকাল রাতে মারা যান তিনি।”

We would like to give thanks to the writer of this short article for this outstanding material

বাপ্পির Jimmy Jimmy রাশিয়ায় আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল কেন?

";}s:7:"summary";s:1470:"এই সময় ডিজিটাল ডেস্ক: চার দশক ধরে বলিউডে দাপিয়ে কাজ করেছেন ভারতীয় সিনেমার ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। বলা হয় ডিস্কোর সঙ্গে ভারতীয়দের প্রথম পরিচিত ঘটে বাপ্পি লাহিড়ীর হাত ধরেই। বাপ্পি লাহিড়ী হিটের সংখ্যা অগণিত। তবে যে অভিনেতার সিনেমায় সর্বাধিক হিট দিয়েছেন বাপ্পি লাহিড়ী তিনি হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । সালটা ১৯৮২ মুক্তি ... Read more";s:12:"atom_content";s:7645:"
এই সময় ডিজিটাল ডেস্ক: চার দশক ধরে বলিউডে দাপিয়ে কাজ করেছেন ভারতীয় সিনেমার ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। বলা হয় ডিস্কোর সঙ্গে ভারতীয়দের প্রথম পরিচিত ঘটে বাপ্পি লাহিড়ীর হাত ধরেই। বাপ্পি লাহিড়ী হিটের সংখ্যা অগণিত। তবে যে অভিনেতার সিনেমায় সর্বাধিক হিট দিয়েছেন বাপ্পি লাহিড়ী তিনি হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । সালটা ১৯৮২ মুক্তি পায় ‘ডিস্কো ডান্সার’। মিঠুন চক্রবর্তীর কেরিয়ারের মোড় ঘোড়ানো ছবি। বাপ্পি লাহিড়ীর সুরে মিঠুনের নাচ (Mithun Chakraborty)বক্স অফিসে আলোড়ন ফেলে দেয়। এই ছবির একটি বিখ্যাত গান যা মিঠুন চক্রবর্তীর জীবনে আইকনিক গান হয়ে থেকে যাবে সেটি হল Jimmy Jimmy Jimmy Aaja গানটি। ভারতের পাশাপাশি এই গানটি ব্যপক জনপ্রিয়তা পায় সুদূর রাশিয়াতে। শোনা যায় এই গানটির পর মিঠুন চক্রবর্তী ক্রাশে পরিণত হয় রাশিয়ান মহিলাদের। কিন্তু এর কারণ কী জানেন?

‘গোল্ড লাভার’ বাপ্পি লাহিড়ীর সোনার ওজন ও বাজারদর কত জানেন?
আটের দশকে সারা বিশ্বেই ডিস্কো একটি অত্যন্ত জনপ্রিয় একটি জ্যঁর হয়ে দাঁড়ায়। হলিউড বহু আগেই এই ডিস্কো মিউজিক সঙ্গে পরিচয় ঘটান ওয়ার্ল্ড সিনেমার দর্শকদের। সেই সময় অর্থাৎ ১৯৮০ সালে You are Ok এর Ottawan গানটি সারা বিশ্বে ব্যপক জনপ্রিয় হয়। কিন্তু, সোভিয়েত ইউনিয়নে আমেরিকান গানের সহজলভ্যতা বিশেষ না থাকার কারণে ১৯৮২ সালে যখন Jimmy Jimmy Jimmy Aaja গানটি মুক্তি পায় তা ব্যপক জনপ্রিয় হয় রুশ নাগরিকদের মধ্যে।

eisamayবাপ্পি লাহিড়ী মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়লেন উষা উত্থুপ
প্রসঙ্গত, খুব কম সংখ্যক ভারতীয় ছবি ও গান রাশিয়ার নাগরিকদের মধ্যে জনপ্রিয়তা পায়। তাঁর মধ্যে ডিস্কো ডান্সার ছবির এই গান নিঃসন্দেহে অন্যতম। এছাড়াও আরও একটি ভারতীয় ছবি যেটি পপুলার হয় সেটি হল ‘সীতা অউর গীতা’। এখনও রাশিয়ার টেলিভিশনে এই ছবি গুলিসমান জনপ্রিয়।
eisamay“মনের মধ্যে নেই নেই ব্যাপার কাজ করছে”, বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকে বিহ্বল শানু
মঙ্গলবার রাতে ১১টা ৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বছর এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন শিল্পী। তারপর থেকেই শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, একাধিক রোগে ভুগছিলেন বাপ্পি। শেষজীবনে চলাফেরা করার ক্ষেত্রেও অসুবিধা দেখা দেয়। এরপরেই তাঁর জুহুর বাড়িতে হুইল চেয়ারের বন্দোবস্ত করা হয়। একটি লিফটও বসানো হয়েছিল বলে খবর। মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে গত ২৯ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। ওই হাসপাতালের ডিরেক্টর চিকিৎসক ডা. দীপক নামজোশী বলেন, “গত মাস থেকেই উনি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরে তাঁকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়। একাধিক অসুখ ছিল ওঁর। তিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে গতকাল রাতে মারা যান তিনি।”

We would like to give thanks to the writer of this short article for this outstanding material

বাপ্পির Jimmy Jimmy রাশিয়ায় আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল কেন?

";s:14:"date_timestamp";i:1645002688;}i:4;a:11:{s:5:"title";s:124:"পুত্র বাপ্পা আমেরিকাতে, আজ শেষকৃত্য নয় বাপ্পির";s:4:"link";s:223:"https://mov.movs.world/movies/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86/";s:2:"dc";a:1:{s:7:"creator";s:10:"Lance Kind";}s:7:"pubdate";s:31:"Wed, 16 Feb 2022 06:10:48 +0000";s:8:"category";s:78:"Moviesআজআমরকতনয়পতরবপপবপপরশষকতয";s:4:"guid";s:31:"https://mov.movs.world/?p=38891";s:11:"description";s:1508:"এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার শেষকৃত্য হচ্ছে না বাপ্পি লাহিড়ীর। বর্তমানে লস অ্যাঞ্জেলসে রয়েছেন তাঁর পুত্র বাপ্পা লাহিড়ী। বাবার মৃত্যুর খবর শুনেই তড়িঘড়ি রওনা দিয়েছেন সেখান থেকে। তবে এদিন রাত ২টোর আগে তিনি দেশে পৌঁছতে পারবেন না। ফলে বুধবার তাঁর অন্তেষ্টি সম্ভব নয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শেষকৃত্য হবে কিংবদন্তী এই সংগীতশিল্পীর। সংবাদ সংস্থা ... Read more";s:7:"content";a:1:{s:7:"encoded";s:6263:"
এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার শেষকৃত্য হচ্ছে না বাপ্পি লাহিড়ীর। বর্তমানে লস অ্যাঞ্জেলসে রয়েছেন তাঁর পুত্র বাপ্পা লাহিড়ী। বাবার মৃত্যুর খবর শুনেই তড়িঘড়ি রওনা দিয়েছেন সেখান থেকে। তবে এদিন রাত ২টোর আগে তিনি দেশে পৌঁছতে পারবেন না। ফলে বুধবার তাঁর অন্তেষ্টি সম্ভব নয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শেষকৃত্য হবে কিংবদন্তী এই সংগীতশিল্পীর। সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার জুহুতে পবনহংস মহাশ্মশানে বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য হবে।

বাপ্পি লাহিড়ীর পরিবারের তরফ থেকে বলা হয়েছে, “আজকের দিনটি আমাদের কাছে খুবই দুঃখের। ওঁর পুত্র বাপ্পা লাহিড়ী এই মুহূর্তে লস এঞ্জেলেসে রয়েছেন। আগামীকাল সকালে তিনি ফিরবেন। তারপর অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে। ওঁর আত্মার শান্তি কামনা করুন। ভালোবাসা কামনা করি।”

এদিন Bappi Lahiri -র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী Narendra Modi। তাঁর কথায়, ”শ্রী বাপ্পি লাহিড়ীর গান খুব সুন্দরভাবে নানা আবেগ এবং মুহূর্ত ফুটিয়ে তোলে। তাঁর গান অত্যন্ত মনোগ্রাহী। প্রজন্মের পর প্রজন্ম তাঁর গানের সঙ্গে একাত্মবোধ করে। তাঁর প্রাণবন্ত স্বভাব ছিল। বাপ্পি লাহিড়ীর অভাব অনুভূব করবেন সকলে। শিল্পীর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।”

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে লেখেন, ”কিংবদন্তী সংগীত শিল্পী, গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীর প্রয়াণের খবরে আমি শোকস্তব্ধ। উত্তরবঙ্গের ছেলে বাপ্পি লাহিড়ী নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমে খ্যাতির সোপান বেয়ে মুগ্ধ করেছিলেন গোটা ভারত তথা বিশ্বকে। সংগীত জগতে তাঁর অবদান আমাদের গর্বিত করেছে।” এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ”এমন সংগীত ‘জিনিয়াস’-এর অবদানকে সম্মানিত করতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘বঙ্গবিভূষণ’-এ সম্মানিত করা হয় তাঁকে। শিল্পীর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।”

শোকের ছায়া বলিউডেও। এদিন এ আর রহমানের টুইট, “RIP বাপ্পি লাহিড়ী, হিন্দি সিনেমার ডিস্কো কিং।” সুরকার বিশাল দদলানি লেখেন, “আমি হতভম্ভ। উনি লেজেন্ড হয়ে থাকবেন। তার থেকেও বেশি উনি বন্ধু ছিলেন।” অজয় দেবগন এদিন শোকপ্রকাশ করে লেখেন, “একজন ভালো মনের মানুষ ছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর মিউজিক ছিল সময়ের চেয়ে এগিয়ে। চলতে চলতে, সুরক্ষা, ডিস্কো ডান্সার-এর মতো ছবির মিউজিকের সঙ্গে হিন্দি ছবির মিউজিকে সমসাময়িক ধারা যোগ করেছিলেন বাপ্পি লাহিড়ী। ওম শান্তি দাদা, তোমাকে মিস করব।”

We would love to say thanks to the writer of this article for this outstanding material

পুত্র বাপ্পা আমেরিকাতে, আজ শেষকৃত্য নয় বাপ্পির

";}s:7:"summary";s:1508:"এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার শেষকৃত্য হচ্ছে না বাপ্পি লাহিড়ীর। বর্তমানে লস অ্যাঞ্জেলসে রয়েছেন তাঁর পুত্র বাপ্পা লাহিড়ী। বাবার মৃত্যুর খবর শুনেই তড়িঘড়ি রওনা দিয়েছেন সেখান থেকে। তবে এদিন রাত ২টোর আগে তিনি দেশে পৌঁছতে পারবেন না। ফলে বুধবার তাঁর অন্তেষ্টি সম্ভব নয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শেষকৃত্য হবে কিংবদন্তী এই সংগীতশিল্পীর। সংবাদ সংস্থা ... Read more";s:12:"atom_content";s:6263:"
এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার শেষকৃত্য হচ্ছে না বাপ্পি লাহিড়ীর। বর্তমানে লস অ্যাঞ্জেলসে রয়েছেন তাঁর পুত্র বাপ্পা লাহিড়ী। বাবার মৃত্যুর খবর শুনেই তড়িঘড়ি রওনা দিয়েছেন সেখান থেকে। তবে এদিন রাত ২টোর আগে তিনি দেশে পৌঁছতে পারবেন না। ফলে বুধবার তাঁর অন্তেষ্টি সম্ভব নয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শেষকৃত্য হবে কিংবদন্তী এই সংগীতশিল্পীর। সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার জুহুতে পবনহংস মহাশ্মশানে বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য হবে।

বাপ্পি লাহিড়ীর পরিবারের তরফ থেকে বলা হয়েছে, “আজকের দিনটি আমাদের কাছে খুবই দুঃখের। ওঁর পুত্র বাপ্পা লাহিড়ী এই মুহূর্তে লস এঞ্জেলেসে রয়েছেন। আগামীকাল সকালে তিনি ফিরবেন। তারপর অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে। ওঁর আত্মার শান্তি কামনা করুন। ভালোবাসা কামনা করি।”

এদিন Bappi Lahiri -র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী Narendra Modi। তাঁর কথায়, ”শ্রী বাপ্পি লাহিড়ীর গান খুব সুন্দরভাবে নানা আবেগ এবং মুহূর্ত ফুটিয়ে তোলে। তাঁর গান অত্যন্ত মনোগ্রাহী। প্রজন্মের পর প্রজন্ম তাঁর গানের সঙ্গে একাত্মবোধ করে। তাঁর প্রাণবন্ত স্বভাব ছিল। বাপ্পি লাহিড়ীর অভাব অনুভূব করবেন সকলে। শিল্পীর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।”

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে লেখেন, ”কিংবদন্তী সংগীত শিল্পী, গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীর প্রয়াণের খবরে আমি শোকস্তব্ধ। উত্তরবঙ্গের ছেলে বাপ্পি লাহিড়ী নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমে খ্যাতির সোপান বেয়ে মুগ্ধ করেছিলেন গোটা ভারত তথা বিশ্বকে। সংগীত জগতে তাঁর অবদান আমাদের গর্বিত করেছে।” এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ”এমন সংগীত ‘জিনিয়াস’-এর অবদানকে সম্মানিত করতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘বঙ্গবিভূষণ’-এ সম্মানিত করা হয় তাঁকে। শিল্পীর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।”

শোকের ছায়া বলিউডেও। এদিন এ আর রহমানের টুইট, “RIP বাপ্পি লাহিড়ী, হিন্দি সিনেমার ডিস্কো কিং।” সুরকার বিশাল দদলানি লেখেন, “আমি হতভম্ভ। উনি লেজেন্ড হয়ে থাকবেন। তার থেকেও বেশি উনি বন্ধু ছিলেন।” অজয় দেবগন এদিন শোকপ্রকাশ করে লেখেন, “একজন ভালো মনের মানুষ ছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর মিউজিক ছিল সময়ের চেয়ে এগিয়ে। চলতে চলতে, সুরক্ষা, ডিস্কো ডান্সার-এর মতো ছবির মিউজিকের সঙ্গে হিন্দি ছবির মিউজিকে সমসাময়িক ধারা যোগ করেছিলেন বাপ্পি লাহিড়ী। ওম শান্তি দাদা, তোমাকে মিস করব।”

We would love to say thanks to the writer of this article for this outstanding material

পুত্র বাপ্পা আমেরিকাতে, আজ শেষকৃত্য নয় বাপ্পির

";s:14:"date_timestamp";i:1644991848;}i:5;a:11:{s:5:"title";s:140:"হলিউডের গায়েও বাপ্পিদার সোনালি ছোঁয়া! কোন যোগসূত্রে?";s:4:"link";s:222:"https://mov.movs.world/movies/%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0/";s:2:"dc";a:1:{s:7:"creator";s:12:"Sally Scully";}s:7:"pubdate";s:31:"Wed, 16 Feb 2022 05:37:43 +0000";s:8:"category";s:81:"Moviesকনগয়ওছয়বপপদরযগসতরসনলহলউডর";s:4:"guid";s:31:"https://mov.movs.world/?p=38865";s:11:"description";s:1413:"Bappi Da In Hollywood: অলোকেশ লাহিড়ী হয়ে উঠলেন সব্বার প্রিয় বাপ্পি দা। বলিউড মিউজিকে নিয়ে এলেন ডিস্কোর রকিং প্রেজেন্স। একের পর এক সুপারহিট গান তৈরি হল তাঁর মাস্টারমাইন্ডে। মিঠুন চক্রবর্তীর ব্লকবাস্টার হিট ছবি ১৯৮২ সালে মুক্তি পাওয়া Disco Dancer-এর বিখ্যাত গান জিমি জিমি আজা আজা—র কথা নিশ্চয়ই মনে আছে? সেই গানটিই ২০০৮ সালে মুক্তি পাওয়া ... Read more";s:7:"content";a:1:{s:7:"encoded";s:6203:"
Bappi Da In Hollywood: অলোকেশ লাহিড়ী হয়ে উঠলেন সব্বার প্রিয় বাপ্পি দা। বলিউড মিউজিকে নিয়ে এলেন ডিস্কোর রকিং প্রেজেন্স। একের পর এক সুপারহিট গান তৈরি হল তাঁর মাস্টারমাইন্ডে। মিঠুন চক্রবর্তীর ব্লকবাস্টার হিট ছবি ১৯৮২ সালে মুক্তি পাওয়া Disco Dancer-এর বিখ্যাত গান জিমি জিমি আজা আজা—র কথা নিশ্চয়ই মনে আছে? সেই গানটিই ২০০৮ সালে মুক্তি পাওয়া হলিউডের ছবি You Don’t Mess with the Zohan’-এ ব্যবহার করা হয়েছিল। এই কমেডির শেষের দিকে জিমি জিমির সাউন্ডট্র্যাক ছিল। সম্পূর্ণ রিঅ্যারেঞ্জিংয়ের দায়িত্বে ছিলেন Julius Dobos।

বুধবার, ১৬ ফেব্রুয়ারি সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। তাঁর পরিবারের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আমাদের কাছে এ এক গভীর শোকের সময়। আগামীকাল বাপ্পা লস অ্যাঞ্জেলেস থেকে ফেরার পর বেলার দিকে শেষকৃত্য সম্পন্ন হবে। ওঁর আত্মার জন্য আমরা সবার থেকে ভালোবাসা আর আশীর্বাদ কামনা করছি।’’

বিদায় ডিস্কো কিং বাপ্পি দা
eisamayসোনার চেন নয়, গত ধনতেরাসে কী কিনেছিলেন ‘গয়না প্রেমী’ বাপ্পি?
eisamay”দাদা চলে গেল’, বাপ্পির প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা

১৯৮৩ থেকে ১৯৮৫। ১২টি সুপার হিট সিলভার জুবিলি ছবির জন্য মিউজিক কম্পোজ করে রেকর্ড সৃষ্টি করেছিলেন বাপ্পি লাহিড়ী। তাঁর কীর্তি এখানেই শেষ নয়। ১৯৮৬ সালে Guinness Book of World Records-এ নাম ওঠে বাপ্পীদার। ৩৩টি ছবিতে ১৮০টি গানের সঙ্গীত পরিচালনার জন্য। ১৯৮৯ সালে বিবিসি লন্ডনে লাইভ পারফর্মেন্সের ডাক পান জোনাথান রসের থেকে। এক্ষেত্রেও তিনিই ছিলেন একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর। বাপ্পি লাহিড়ীর অসাধারণ প্রতিভাকে কুর্নিশ জানিয়েছিল হলিউডও। You Don’t Mess With The Zohan’s ছবিতে ব্যবহার করা হয়েছিলে তাঁর গান জিমি জিমি আজা আজা। ২০১১ সালে একটি অ্যালবামও রিলিজ হয় বাপ্পি দার। Walking on Love Street। সেখানে দেখা গিয়েছিল আমেরিকান আইডলের প্রতিযোগী শন ব্যারোকে।

বাপ্পি লাহিড়ী এমনই এক সুরকার ছিলেন যিনি দিলীপ কুমার অভিনীত Dharm Adhikari-র জন্যও সংগীত পরিচালনা করেছিলেন আবার রণবীর সিং-অর্জুন কাপুরের ছবি Gunday-র জন্যও করেছিলেন। জেনারেশন নির্বিশেষে বাপ্পি দার গান জিতে নিয়েছে শ্রোতার মন। বার বার রিমিক্সও করে হয়েছে তাঁর গানের।

We would love to give thanks to the writer of this write-up for this awesome material

হলিউডের গায়েও বাপ্পিদার সোনালি ছোঁয়া! কোন যোগসূত্রে?

";}s:7:"summary";s:1413:"Bappi Da In Hollywood: অলোকেশ লাহিড়ী হয়ে উঠলেন সব্বার প্রিয় বাপ্পি দা। বলিউড মিউজিকে নিয়ে এলেন ডিস্কোর রকিং প্রেজেন্স। একের পর এক সুপারহিট গান তৈরি হল তাঁর মাস্টারমাইন্ডে। মিঠুন চক্রবর্তীর ব্লকবাস্টার হিট ছবি ১৯৮২ সালে মুক্তি পাওয়া Disco Dancer-এর বিখ্যাত গান জিমি জিমি আজা আজা—র কথা নিশ্চয়ই মনে আছে? সেই গানটিই ২০০৮ সালে মুক্তি পাওয়া ... Read more";s:12:"atom_content";s:6203:"
Bappi Da In Hollywood: অলোকেশ লাহিড়ী হয়ে উঠলেন সব্বার প্রিয় বাপ্পি দা। বলিউড মিউজিকে নিয়ে এলেন ডিস্কোর রকিং প্রেজেন্স। একের পর এক সুপারহিট গান তৈরি হল তাঁর মাস্টারমাইন্ডে। মিঠুন চক্রবর্তীর ব্লকবাস্টার হিট ছবি ১৯৮২ সালে মুক্তি পাওয়া Disco Dancer-এর বিখ্যাত গান জিমি জিমি আজা আজা—র কথা নিশ্চয়ই মনে আছে? সেই গানটিই ২০০৮ সালে মুক্তি পাওয়া হলিউডের ছবি You Don’t Mess with the Zohan’-এ ব্যবহার করা হয়েছিল। এই কমেডির শেষের দিকে জিমি জিমির সাউন্ডট্র্যাক ছিল। সম্পূর্ণ রিঅ্যারেঞ্জিংয়ের দায়িত্বে ছিলেন Julius Dobos।

বুধবার, ১৬ ফেব্রুয়ারি সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। তাঁর পরিবারের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আমাদের কাছে এ এক গভীর শোকের সময়। আগামীকাল বাপ্পা লস অ্যাঞ্জেলেস থেকে ফেরার পর বেলার দিকে শেষকৃত্য সম্পন্ন হবে। ওঁর আত্মার জন্য আমরা সবার থেকে ভালোবাসা আর আশীর্বাদ কামনা করছি।’’

বিদায় ডিস্কো কিং বাপ্পি দা
eisamayসোনার চেন নয়, গত ধনতেরাসে কী কিনেছিলেন ‘গয়না প্রেমী’ বাপ্পি?
eisamay”দাদা চলে গেল’, বাপ্পির প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা

১৯৮৩ থেকে ১৯৮৫। ১২টি সুপার হিট সিলভার জুবিলি ছবির জন্য মিউজিক কম্পোজ করে রেকর্ড সৃষ্টি করেছিলেন বাপ্পি লাহিড়ী। তাঁর কীর্তি এখানেই শেষ নয়। ১৯৮৬ সালে Guinness Book of World Records-এ নাম ওঠে বাপ্পীদার। ৩৩টি ছবিতে ১৮০টি গানের সঙ্গীত পরিচালনার জন্য। ১৯৮৯ সালে বিবিসি লন্ডনে লাইভ পারফর্মেন্সের ডাক পান জোনাথান রসের থেকে। এক্ষেত্রেও তিনিই ছিলেন একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর। বাপ্পি লাহিড়ীর অসাধারণ প্রতিভাকে কুর্নিশ জানিয়েছিল হলিউডও। You Don’t Mess With The Zohan’s ছবিতে ব্যবহার করা হয়েছিলে তাঁর গান জিমি জিমি আজা আজা। ২০১১ সালে একটি অ্যালবামও রিলিজ হয় বাপ্পি দার। Walking on Love Street। সেখানে দেখা গিয়েছিল আমেরিকান আইডলের প্রতিযোগী শন ব্যারোকে।

বাপ্পি লাহিড়ী এমনই এক সুরকার ছিলেন যিনি দিলীপ কুমার অভিনীত Dharm Adhikari-র জন্যও সংগীত পরিচালনা করেছিলেন আবার রণবীর সিং-অর্জুন কাপুরের ছবি Gunday-র জন্যও করেছিলেন। জেনারেশন নির্বিশেষে বাপ্পি দার গান জিতে নিয়েছে শ্রোতার মন। বার বার রিমিক্সও করে হয়েছে তাঁর গানের।

We would love to give thanks to the writer of this write-up for this awesome material

হলিউডের গায়েও বাপ্পিদার সোনালি ছোঁয়া! কোন যোগসূত্রে?

";s:14:"date_timestamp";i:1644989863;}i:6;a:11:{s:5:"title";s:59:"…আরও অনেক কথা ছিল: রূপম";s:4:"link";s:188:"https://mov.movs.world/movies/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%ae/";s:2:"dc";a:1:{s:7:"creator";s:10:"Lance Kind";}s:7:"pubdate";s:31:"Wed, 16 Feb 2022 03:09:47 +0000";s:8:"category";s:45:"Moviesঅনকআরওকথছলরপম";s:4:"guid";s:31:"https://mov.movs.world/?p=38744";s:11:"description";s:1392:"এই সময় ডিজিটাল ডেস্ক: না ফেরার দেশে হারিয়ে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। নবতিপর সংগীত শিল্পীর প্রয়াণে শোকের ছায়া বাংলায়। শোকস্তব্ধ সন্ধ্যা মুখোপাধ্যায়ের আশীর্বাদধন্য শিল্পী রূপম ইসলাম (Rupam Islam)। এই সময় ডিজিটাল-কে রূপম বলেন, “মনটা অবশ হয়ে গিয়েছে। শেষ কয়েকদিনে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। উনি আমাকে ফোন করতেন। আমার অনুষ্ঠান দেখেছেন। অনেক কথা হয়েছে। ... Read more";s:7:"content";a:1:{s:7:"encoded";s:7405:"
এই সময় ডিজিটাল ডেস্ক: না ফেরার দেশে হারিয়ে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। নবতিপর সংগীত শিল্পীর প্রয়াণে শোকের ছায়া বাংলায়। শোকস্তব্ধ সন্ধ্যা মুখোপাধ্যায়ের আশীর্বাদধন্য শিল্পী রূপম ইসলাম (Rupam Islam)। এই সময় ডিজিটাল-কে রূপম বলেন, “মনটা অবশ হয়ে গিয়েছে। শেষ কয়েকদিনে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। উনি আমাকে ফোন করতেন। আমার অনুষ্ঠান দেখেছেন। অনেক কথা হয়েছে। আরও অনেক কথা হওয়ার ছিল। কথা ছিল, কোভিডের পড়ে ওঁর কাছে যাব। সাক্ষাৎকার নেব। অনুমতিও নিয়ে নিয়েছিলাম। কিন্তু, সেগুলো আর করা হবে না। স্মৃতিটা রয়ে গেল। তিনি তাঁর কাজ, বিশাল কর্মভান্ডার রেখে গেলেন। একটা বিরাট সাংস্কৃতিক মাইলস্টোন হিসেবে তিনি নিজেকে রেখে গেলেন। একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে আমার কাছে বিস্ময়ের নাম সন্ধ্যা মুখোপাধ্যায়।”

গত ২৬ জানুয়ারি থেকেই শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাঁর। ২৭ জানুয়ারি দুপুরবেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রথমে SSKM হাসপাতালে চিকিৎসা শুরু হলেও, পরবর্তীতে অ্যাপোলোতে স্থানান্তরিত করা হয়। মুখ্যমন্ত্রী Mamata Banerjee তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, গীতশ্রী Sandhya Mukhopadhyay হৃদযন্ত্রেও বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। মুখ্যমন্ত্রীর সংযোজন, ”SSKM-এ উডবার্নে করোনা চিকিৎসার ব্যবস্থা নেই। কোভিড পজিটিভের চিকিৎসা এসএসকেএমে হয় না, হয় শম্ভুনাথে। কিন্তু, সেখানে আবার কার্ডিয়ার ফেসিলিটি কম। তাই ঝুঁকি না নিয়ে Apollo Hospital -এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত।” সন্ধ্যা মুখোপাধ্যায় কোভিড মুক্ত হলেও চিকিৎসকরা চিন্তিত ছিলেন গীতশ্রীর শরীরে কোভিডের প্রভাব নিয়েও। নবতিপর সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

”ফোন করে বলতেন, মমতা গান শোনাও”, সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর
সম্প্রতি করোনা মুক্ত হয়েছিলেন Sandhya Mukhopadhyay। তারপরেই তাঁর ফিমার বোনের সার্জারি করেন চিকিৎসকরা। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছিল। এমনটাই জানিয়েছিল হাসপাতাল। তবে আচমকাই নিভল ‘সন্ধ্যা-প্রদীপ’। প্রয়াণ ঘটে গীতশ্রীর। এদিন তৃণমূল সাংসদ ডা. শান্তনু সেন বলেন, “সংগীত জগতের কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। ওঁর আত্মার শান্তি কামনা করি… আজীবন আমাদের হৃদয়ে থাকবেন উনি।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ”আজ রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হবে দেহ। কাল ১২টা নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। বিকেল ৫টা পর্যন্ত সেখাানেই শায়িত থাকবে দেহ। সেখানেই শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।”

ei samay

সন্ধ্যা মুখোপাধ্যায় (ফাইল ছবি); রূপম ইসলাম (ছবি সৌজন্য-Facebook/rupamislam74)

We would love to say thanks to the writer of this article for this outstanding web content

…আরও অনেক কথা ছিল: রূপম

";}s:7:"summary";s:1392:"এই সময় ডিজিটাল ডেস্ক: না ফেরার দেশে হারিয়ে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। নবতিপর সংগীত শিল্পীর প্রয়াণে শোকের ছায়া বাংলায়। শোকস্তব্ধ সন্ধ্যা মুখোপাধ্যায়ের আশীর্বাদধন্য শিল্পী রূপম ইসলাম (Rupam Islam)। এই সময় ডিজিটাল-কে রূপম বলেন, “মনটা অবশ হয়ে গিয়েছে। শেষ কয়েকদিনে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। উনি আমাকে ফোন করতেন। আমার অনুষ্ঠান দেখেছেন। অনেক কথা হয়েছে। ... Read more";s:12:"atom_content";s:7405:"
এই সময় ডিজিটাল ডেস্ক: না ফেরার দেশে হারিয়ে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। নবতিপর সংগীত শিল্পীর প্রয়াণে শোকের ছায়া বাংলায়। শোকস্তব্ধ সন্ধ্যা মুখোপাধ্যায়ের আশীর্বাদধন্য শিল্পী রূপম ইসলাম (Rupam Islam)। এই সময় ডিজিটাল-কে রূপম বলেন, “মনটা অবশ হয়ে গিয়েছে। শেষ কয়েকদিনে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। উনি আমাকে ফোন করতেন। আমার অনুষ্ঠান দেখেছেন। অনেক কথা হয়েছে। আরও অনেক কথা হওয়ার ছিল। কথা ছিল, কোভিডের পড়ে ওঁর কাছে যাব। সাক্ষাৎকার নেব। অনুমতিও নিয়ে নিয়েছিলাম। কিন্তু, সেগুলো আর করা হবে না। স্মৃতিটা রয়ে গেল। তিনি তাঁর কাজ, বিশাল কর্মভান্ডার রেখে গেলেন। একটা বিরাট সাংস্কৃতিক মাইলস্টোন হিসেবে তিনি নিজেকে রেখে গেলেন। একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে আমার কাছে বিস্ময়ের নাম সন্ধ্যা মুখোপাধ্যায়।”

গত ২৬ জানুয়ারি থেকেই শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাঁর। ২৭ জানুয়ারি দুপুরবেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রথমে SSKM হাসপাতালে চিকিৎসা শুরু হলেও, পরবর্তীতে অ্যাপোলোতে স্থানান্তরিত করা হয়। মুখ্যমন্ত্রী Mamata Banerjee তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, গীতশ্রী Sandhya Mukhopadhyay হৃদযন্ত্রেও বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। মুখ্যমন্ত্রীর সংযোজন, ”SSKM-এ উডবার্নে করোনা চিকিৎসার ব্যবস্থা নেই। কোভিড পজিটিভের চিকিৎসা এসএসকেএমে হয় না, হয় শম্ভুনাথে। কিন্তু, সেখানে আবার কার্ডিয়ার ফেসিলিটি কম। তাই ঝুঁকি না নিয়ে Apollo Hospital -এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত।” সন্ধ্যা মুখোপাধ্যায় কোভিড মুক্ত হলেও চিকিৎসকরা চিন্তিত ছিলেন গীতশ্রীর শরীরে কোভিডের প্রভাব নিয়েও। নবতিপর সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

”ফোন করে বলতেন, মমতা গান শোনাও”, সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর
সম্প্রতি করোনা মুক্ত হয়েছিলেন Sandhya Mukhopadhyay। তারপরেই তাঁর ফিমার বোনের সার্জারি করেন চিকিৎসকরা। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছিল। এমনটাই জানিয়েছিল হাসপাতাল। তবে আচমকাই নিভল ‘সন্ধ্যা-প্রদীপ’। প্রয়াণ ঘটে গীতশ্রীর। এদিন তৃণমূল সাংসদ ডা. শান্তনু সেন বলেন, “সংগীত জগতের কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। ওঁর আত্মার শান্তি কামনা করি… আজীবন আমাদের হৃদয়ে থাকবেন উনি।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ”আজ রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হবে দেহ। কাল ১২টা নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। বিকেল ৫টা পর্যন্ত সেখাানেই শায়িত থাকবে দেহ। সেখানেই শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।”

ei samay

সন্ধ্যা মুখোপাধ্যায় (ফাইল ছবি); রূপম ইসলাম (ছবি সৌজন্য-Facebook/rupamislam74)

We would love to say thanks to the writer of this article for this outstanding web content

…আরও অনেক কথা ছিল: রূপম

";s:14:"date_timestamp";i:1644980987;}i:7;a:11:{s:5:"title";s:189:"”গলা ভারী হয়ে আসছে, কথা আটকে যাবে”, সন্ধ্যার প্রয়াণে শোকস্তব্ধ সাবিত্রী";s:4:"link";s:225:"https://mov.movs.world/movies/%e0%a6%97%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87/";s:2:"dc";a:1:{s:7:"creator";s:12:"Sally Scully";}s:7:"pubdate";s:31:"Wed, 16 Feb 2022 01:36:39 +0000";s:8:"category";s:111:"Moviesআটকআসছকথগলপরয়ণভরযবশকসতবধসনধযরসবতরহয়";s:4:"guid";s:31:"https://mov.movs.world/?p=38692";s:11:"description";s:1693:"এই সময় ডিজিটাল ডেস্ক: সুরের জগতে মহীরুহ পতন। মঙ্গলবারের গোধূলি শেষ হতেই নিভল সন্ধ্যা প্রদীপ। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান। বাংলা গানের স্বর্ণযুগের এক বিরাট অধ্যায়ের সমাপন। কাছের মানুষের প্রয়াণে বাকরুদ্ধ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। এই সময় ডিজিটাল-কে তিনি বলেন, ”কীই বা বলব। আমার কথা আটকে যাচ্ছে। গলার কাছে আটকে যাচ্ছে শব্দ।” এক কিংবদন্তীর মুখে ... Read more";s:7:"content";a:1:{s:7:"encoded";s:6089:"
এই সময় ডিজিটাল ডেস্ক: সুরের জগতে মহীরুহ পতন। মঙ্গলবারের গোধূলি শেষ হতেই নিভল সন্ধ্যা প্রদীপ। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান। বাংলা গানের স্বর্ণযুগের এক বিরাট অধ্যায়ের সমাপন। কাছের মানুষের প্রয়াণে বাকরুদ্ধ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। এই সময় ডিজিটাল-কে তিনি বলেন, ”কীই বা বলব। আমার কথা আটকে যাচ্ছে। গলার কাছে আটকে যাচ্ছে শব্দ।”

এক কিংবদন্তীর মুখে আরেক কিংবদন্তীর স্মৃতিচারণ। নবতিপর সংগীত শিল্পীর প্রয়াণে শোকার্ত সমসাময়িক কালজয়ী অভিনেত্রী। শোকার্ত সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, ”উনি আমাকে খুবই ভালোবাসতেন। ওঁর সঙ্গে আমার সম্পর্ক বরাবরই অন্তরঙ্গ। ওঁর গাওয়া অনেক গানেই লিপ দিয়েছি আমি।”শোকার্ত, মর্মাহত শিল্পীর সংযোজন, ”আমরা পুরনো দিনের মানুষ তো। একে অপরের খবর রাখতাম। গত মাসেও কথা হয়েছে। আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।”

৯০ বছর বয়সে প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ ১৯ দিন ধরে চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। আরোগ্য কামনা করছিলেন সংগীতপ্রেমীরা। কিন্তু, সকলের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত জীবনাবসান হল ‘গীতশ্রী’র। মঙ্গলবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সন্ধ্যায় তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তৃণমূল সাংসদ শান্তনু সেন টুইট করে এই খবরটি জানান। মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালের তরফে প্রকাশিত একটি মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, কিংবদন্তি শিল্পীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এদিন সকাল থেকেই তাঁর ব্লাড প্রেশার কমে গিয়েছে। আর সে কারণেই তাঁকে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছে। তাঁর পেটের যন্ত্রনার সমস্যাও দেখা দিয়েছে। ফলে কোনও ঝুঁকি না নিয়ে ‘গীতশ্রী’কে ICU-তে নিয়ে যাওয়া হয়। খবর আসার পর থেকেই আশঙ্কায় ভুগছিল সংস্কৃতিমহল।

শেষ হল ‘গানের দিন’, আঁধার রাতে অস্তমিত সুরের ‘সন্ধ্যা’

অন্যদিকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর শুনে নিজের উত্তরবঙ্গ সফরে কাটছাঁট করে কলকাতায় (Kolkaata) ফেরার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার কোচবিহারে নিজের কাজ সেরে কলকাতায় ফিরবেন তিনি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ‘গীতশ্রী’র শেষকৃত্য সম্পন্ন হবে।

We would love to give thanks to the writer of this write-up for this remarkable web content

”গলা ভারী হয়ে আসছে, কথা আটকে যাবে”, সন্ধ্যার প্রয়াণে শোকস্তব্ধ সাবিত্রী

";}s:7:"summary";s:1693:"এই সময় ডিজিটাল ডেস্ক: সুরের জগতে মহীরুহ পতন। মঙ্গলবারের গোধূলি শেষ হতেই নিভল সন্ধ্যা প্রদীপ। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান। বাংলা গানের স্বর্ণযুগের এক বিরাট অধ্যায়ের সমাপন। কাছের মানুষের প্রয়াণে বাকরুদ্ধ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। এই সময় ডিজিটাল-কে তিনি বলেন, ”কীই বা বলব। আমার কথা আটকে যাচ্ছে। গলার কাছে আটকে যাচ্ছে শব্দ।” এক কিংবদন্তীর মুখে ... Read more";s:12:"atom_content";s:6089:"
এই সময় ডিজিটাল ডেস্ক: সুরের জগতে মহীরুহ পতন। মঙ্গলবারের গোধূলি শেষ হতেই নিভল সন্ধ্যা প্রদীপ। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান। বাংলা গানের স্বর্ণযুগের এক বিরাট অধ্যায়ের সমাপন। কাছের মানুষের প্রয়াণে বাকরুদ্ধ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। এই সময় ডিজিটাল-কে তিনি বলেন, ”কীই বা বলব। আমার কথা আটকে যাচ্ছে। গলার কাছে আটকে যাচ্ছে শব্দ।”

এক কিংবদন্তীর মুখে আরেক কিংবদন্তীর স্মৃতিচারণ। নবতিপর সংগীত শিল্পীর প্রয়াণে শোকার্ত সমসাময়িক কালজয়ী অভিনেত্রী। শোকার্ত সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, ”উনি আমাকে খুবই ভালোবাসতেন। ওঁর সঙ্গে আমার সম্পর্ক বরাবরই অন্তরঙ্গ। ওঁর গাওয়া অনেক গানেই লিপ দিয়েছি আমি।”শোকার্ত, মর্মাহত শিল্পীর সংযোজন, ”আমরা পুরনো দিনের মানুষ তো। একে অপরের খবর রাখতাম। গত মাসেও কথা হয়েছে। আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।”

৯০ বছর বয়সে প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ ১৯ দিন ধরে চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। আরোগ্য কামনা করছিলেন সংগীতপ্রেমীরা। কিন্তু, সকলের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত জীবনাবসান হল ‘গীতশ্রী’র। মঙ্গলবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সন্ধ্যায় তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তৃণমূল সাংসদ শান্তনু সেন টুইট করে এই খবরটি জানান। মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালের তরফে প্রকাশিত একটি মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, কিংবদন্তি শিল্পীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এদিন সকাল থেকেই তাঁর ব্লাড প্রেশার কমে গিয়েছে। আর সে কারণেই তাঁকে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছে। তাঁর পেটের যন্ত্রনার সমস্যাও দেখা দিয়েছে। ফলে কোনও ঝুঁকি না নিয়ে ‘গীতশ্রী’কে ICU-তে নিয়ে যাওয়া হয়। খবর আসার পর থেকেই আশঙ্কায় ভুগছিল সংস্কৃতিমহল।

শেষ হল ‘গানের দিন’, আঁধার রাতে অস্তমিত সুরের ‘সন্ধ্যা’

অন্যদিকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর শুনে নিজের উত্তরবঙ্গ সফরে কাটছাঁট করে কলকাতায় (Kolkaata) ফেরার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার কোচবিহারে নিজের কাজ সেরে কলকাতায় ফিরবেন তিনি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ‘গীতশ্রী’র শেষকৃত্য সম্পন্ন হবে।

We would love to give thanks to the writer of this write-up for this remarkable web content

”গলা ভারী হয়ে আসছে, কথা আটকে যাবে”, সন্ধ্যার প্রয়াণে শোকস্তব্ধ সাবিত্রী

";s:14:"date_timestamp";i:1644975399;}i:8;a:11:{s:5:"title";s:202:"কেন ‘গীতশ্রী’ তকমা দেওয়া হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়কে? জানুন নেপথ্য কাহিনী";s:4:"link";s:224:"https://mov.movs.world/movies/%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a4%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f/";s:2:"dc";a:1:{s:7:"creator";s:10:"Lance Kind";}s:7:"pubdate";s:31:"Wed, 16 Feb 2022 00:08:45 +0000";s:8:"category";s:117:"Moviesকনকহনগতশরজননতকমদওয়নপথযমখপধযয়কসনধযহয়ছল";s:4:"guid";s:31:"https://mov.movs.world/?p=38609";s:11:"description";s:1758:"এই সময় ডিজিটাল ডেস্ক: কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee) বরাবরই সংগীতমহলে ‘গীতশ্রী’ নামেই পরিচিত। সংগীতশিল্পীর নামের সঙ্গেই জুড়ে গিয়েছিল এই তকমাটি। তাঁর দীর্ঘ সংগীতজীবনে অজস্র পুরস্কার পেয়েছেন সন্ধ্যা। কিন্তু, কেন কেবল ‘গীতশ্রী’ নামেই ডাকা হত তাঁকে? কোন সম্মান পাওয়ার পর এই তকমাটি জুড়ে গিয়েছিল সন্ধ্যার নামের সঙ্গে? ‘গীতশ্রী’ তকমার নেপথ্যে রয়েছে একটি কাহিনী। দিনটি ... Read more";s:7:"content";a:1:{s:7:"encoded";s:7433:"
এই সময় ডিজিটাল ডেস্ক: কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee) বরাবরই সংগীতমহলে ‘গীতশ্রী’ নামেই পরিচিত। সংগীতশিল্পীর নামের সঙ্গেই জুড়ে গিয়েছিল এই তকমাটি। তাঁর দীর্ঘ সংগীতজীবনে অজস্র পুরস্কার পেয়েছেন সন্ধ্যা। কিন্তু, কেন কেবল ‘গীতশ্রী’ নামেই ডাকা হত তাঁকে? কোন সম্মান পাওয়ার পর এই তকমাটি জুড়ে গিয়েছিল সন্ধ্যার নামের সঙ্গে?

‘গীতশ্রী’ তকমার নেপথ্যে রয়েছে একটি কাহিনী। দিনটি ছিল ১৯৪৬ সালের ৬ এপ্রিল। সন্ধ্যা মুথোপাধ্যায় তখন সাড়ে ১৪ বছরের বালিকা। ‘গীতশ্রী’ নামে একটি পরীক্ষা হয়েছিল বাংলায়। সেটিতে অংশ নিয়েছিলেন ছোট্ট সন্ধ্যা। চল্লিশের দশকের মাঝামাঝি আয়োজিত এই সংগীত পরীক্ষায় বিচারক ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ মহম্মদ দাবির খাঁ এবং রথীন্দ্রনাথ ঠাকুর। সেই পরীক্ষায় কেবল সসম্মানে উত্তীর্ণই হয়েছিলেন তা নয়, প্রথম স্থান অধিকার করেছিলেন। সন্ধ্যার গাওয়া গানে মুগ্ধ হয়েছিলেন বিচারকরা। প্রথম স্থান অধিকার করায় তাঁরে ‘গীতশ্রী’ তকমা দেওয়া হয়েছিল। এরপর থেকে সন্ধ্যা খেয়াল, ঠুংরি, ভজন, গজল, কীর্তন, ভাটিয়ালি, বাউল, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সহ একের পর এক আধুনিক গান গেয়েছেন। ১৯৫৪ সালে অগ্নীপরীক্ষা ছবিতে তাঁর গাওয়া ‘গানে মোর কোন ইন্দ্রধনু’ গানটি অত্যন্ত জনপ্রিয় হন। সেই থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় সকলের কাছে হয়ে গেলেন ‘গীতশ্রী’।

‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান
১৯৩১ সালের ৪ অক্টোবর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় জন্মগ্রহণ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৯৪৫ সালে কলম্বিয়া থেকে গিরীন চক্রবর্তীর কথায় ও সুরে রেকর্ড করেছিলেন প্রথম গান- ‘তুমি ফিরায়ে দিয়াছ’ ও ‘তোমার আকাশে ঝিলমিল করে’। কিংবদন্তি শিল্পীর সঙ্গে সেই প্রথম পরিচয় বাংলা সঙ্গীত জগতের। রাইচাঁদ বড়ালের সঙ্গীত পরিচালনায় ‘অঞ্জনগড়’ এবং রবীন চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ‘সমাপিকা’ ছবিতে। শুধু তাই নয় ওই একই বছরে অর্থাৎ ১৯৪৮-এ রেকর্ড করেন তিনটি আধুনিক গান। বড়ে গুলাম আলি খাঁ-এর (Bade Ghulam Ali Khan ) শিষ্যা বাংলা গানের সাম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায়ও ১৭ টি হিন্দি ছবিতে প্লেব্যাকও করেন তিনি। স্বয়ং লতা মঙ্গেশকরও তাঁর সুরে মোহিত ছিলেন। গান গাইতে কলকাতায় এলে খবর নিতে ভুলতেন না সহকর্মীর। রাইচাঁদ বড়াল, শচীন দেব বর্মন, নচিকেতা ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী– বাংলার একের পর এক সংগীত পরিচালকের সৃষ্টিকে অমর করেছে সুরসম্রাজ্ঞীর যাদু কন্ঠ। উল্লেখ্য, নিজের স্বামী, কবি শ্যামল গুপ্তের লেখা গানেও গলা দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

ei samay

সন্ধ্যা মুখোপাধ্যায়। সৌজন্যে-Facebook/সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay) Group

We would love to thank the author of this short article for this awesome material

কেন ‘গীতশ্রী’ তকমা দেওয়া হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়কে? জানুন নেপথ্য কাহিনী

";}s:7:"summary";s:1758:"এই সময় ডিজিটাল ডেস্ক: কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee) বরাবরই সংগীতমহলে ‘গীতশ্রী’ নামেই পরিচিত। সংগীতশিল্পীর নামের সঙ্গেই জুড়ে গিয়েছিল এই তকমাটি। তাঁর দীর্ঘ সংগীতজীবনে অজস্র পুরস্কার পেয়েছেন সন্ধ্যা। কিন্তু, কেন কেবল ‘গীতশ্রী’ নামেই ডাকা হত তাঁকে? কোন সম্মান পাওয়ার পর এই তকমাটি জুড়ে গিয়েছিল সন্ধ্যার নামের সঙ্গে? ‘গীতশ্রী’ তকমার নেপথ্যে রয়েছে একটি কাহিনী। দিনটি ... Read more";s:12:"atom_content";s:7433:"
এই সময় ডিজিটাল ডেস্ক: কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee) বরাবরই সংগীতমহলে ‘গীতশ্রী’ নামেই পরিচিত। সংগীতশিল্পীর নামের সঙ্গেই জুড়ে গিয়েছিল এই তকমাটি। তাঁর দীর্ঘ সংগীতজীবনে অজস্র পুরস্কার পেয়েছেন সন্ধ্যা। কিন্তু, কেন কেবল ‘গীতশ্রী’ নামেই ডাকা হত তাঁকে? কোন সম্মান পাওয়ার পর এই তকমাটি জুড়ে গিয়েছিল সন্ধ্যার নামের সঙ্গে?

‘গীতশ্রী’ তকমার নেপথ্যে রয়েছে একটি কাহিনী। দিনটি ছিল ১৯৪৬ সালের ৬ এপ্রিল। সন্ধ্যা মুথোপাধ্যায় তখন সাড়ে ১৪ বছরের বালিকা। ‘গীতশ্রী’ নামে একটি পরীক্ষা হয়েছিল বাংলায়। সেটিতে অংশ নিয়েছিলেন ছোট্ট সন্ধ্যা। চল্লিশের দশকের মাঝামাঝি আয়োজিত এই সংগীত পরীক্ষায় বিচারক ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ মহম্মদ দাবির খাঁ এবং রথীন্দ্রনাথ ঠাকুর। সেই পরীক্ষায় কেবল সসম্মানে উত্তীর্ণই হয়েছিলেন তা নয়, প্রথম স্থান অধিকার করেছিলেন। সন্ধ্যার গাওয়া গানে মুগ্ধ হয়েছিলেন বিচারকরা। প্রথম স্থান অধিকার করায় তাঁরে ‘গীতশ্রী’ তকমা দেওয়া হয়েছিল। এরপর থেকে সন্ধ্যা খেয়াল, ঠুংরি, ভজন, গজল, কীর্তন, ভাটিয়ালি, বাউল, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সহ একের পর এক আধুনিক গান গেয়েছেন। ১৯৫৪ সালে অগ্নীপরীক্ষা ছবিতে তাঁর গাওয়া ‘গানে মোর কোন ইন্দ্রধনু’ গানটি অত্যন্ত জনপ্রিয় হন। সেই থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় সকলের কাছে হয়ে গেলেন ‘গীতশ্রী’।

‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান
১৯৩১ সালের ৪ অক্টোবর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় জন্মগ্রহণ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৯৪৫ সালে কলম্বিয়া থেকে গিরীন চক্রবর্তীর কথায় ও সুরে রেকর্ড করেছিলেন প্রথম গান- ‘তুমি ফিরায়ে দিয়াছ’ ও ‘তোমার আকাশে ঝিলমিল করে’। কিংবদন্তি শিল্পীর সঙ্গে সেই প্রথম পরিচয় বাংলা সঙ্গীত জগতের। রাইচাঁদ বড়ালের সঙ্গীত পরিচালনায় ‘অঞ্জনগড়’ এবং রবীন চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ‘সমাপিকা’ ছবিতে। শুধু তাই নয় ওই একই বছরে অর্থাৎ ১৯৪৮-এ রেকর্ড করেন তিনটি আধুনিক গান। বড়ে গুলাম আলি খাঁ-এর (Bade Ghulam Ali Khan ) শিষ্যা বাংলা গানের সাম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায়ও ১৭ টি হিন্দি ছবিতে প্লেব্যাকও করেন তিনি। স্বয়ং লতা মঙ্গেশকরও তাঁর সুরে মোহিত ছিলেন। গান গাইতে কলকাতায় এলে খবর নিতে ভুলতেন না সহকর্মীর। রাইচাঁদ বড়াল, শচীন দেব বর্মন, নচিকেতা ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী– বাংলার একের পর এক সংগীত পরিচালকের সৃষ্টিকে অমর করেছে সুরসম্রাজ্ঞীর যাদু কন্ঠ। উল্লেখ্য, নিজের স্বামী, কবি শ্যামল গুপ্তের লেখা গানেও গলা দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

ei samay

সন্ধ্যা মুখোপাধ্যায়। সৌজন্যে-Facebook/সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay) Group

We would love to thank the author of this short article for this awesome material

কেন ‘গীতশ্রী’ তকমা দেওয়া হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়কে? জানুন নেপথ্য কাহিনী

";s:14:"date_timestamp";i:1644970125;}i:9;a:11:{s:5:"title";s:212:"জন্মদিন ভুলে যাওয়া বাবার জন্য উপহার নিয়ে ঠিক হাজির হতেন সন্ধ্যা পিসি: সৈকত মিত্র";s:4:"link";s:223:"https://mov.movs.world/movies/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/";s:2:"dc";a:1:{s:7:"creator";s:12:"Sally Scully";}s:7:"pubdate";s:31:"Tue, 15 Feb 2022 21:35:34 +0000";s:8:"category";s:132:"Moviesউপহরজনমদনজনযঠকনয়পসববরভলমতরযওয়সকতসনধযহজরহতন";s:4:"guid";s:31:"https://mov.movs.world/?p=38520";s:11:"description";s:1662:"সৈকত মিত্র বাবার সঙ্গে পরিচিতির কারণে ছোট থেকেই কাছ থেকে দেখেছি সন্ধ্যা মুখোপাধ্যায়কে। বরাবরই অল্পকথার মানুষ ‘সন্ধ্যা পিসি’। স্মিতহাস্য, স্বল্পভাষী। বাবার কাছে গান তুলতে আসতেন। গানের খাতা নিয়ে বাড়িতে বসত আসর। তখন থেকে শুনতাম ওঁর গান। শুধু গান শোনাই নয়, সন্ধ্যা পিসির কাছে গানও শিখেছি আমি। ওমন গুণী মানুষকে গুরু হিসেবে পাওয়ার সৌভাগ্য কজন পেয়েছিলেন ... Read more";s:7:"content";a:1:{s:7:"encoded";s:6006:"
সৈকত মিত্র

বাবার সঙ্গে পরিচিতির কারণে ছোট থেকেই কাছ থেকে দেখেছি সন্ধ্যা মুখোপাধ্যায়কে। বরাবরই অল্পকথার মানুষ ‘সন্ধ্যা পিসি’। স্মিতহাস্য, স্বল্পভাষী। বাবার কাছে গান তুলতে আসতেন। গানের খাতা নিয়ে বাড়িতে বসত আসর। তখন থেকে শুনতাম ওঁর গান।

শুধু গান শোনাই নয়, সন্ধ্যা পিসির কাছে গানও শিখেছি আমি। ওমন গুণী মানুষকে গুরু হিসেবে পাওয়ার সৌভাগ্য কজন পেয়েছিলেন জানি না, কিন্তু, স্বল্প সময়ের জন্য হলেও সে সান্নিধ্য পেয়েছিলাম আমি। সামনে বসে তালিম নেওয়াটা একটা অন্য অনুভূতি। একটা মজার বিষয় ছিল, উনি আমাকে গুন্ডা বলে ডাকতেন। একদিন জিজ্ঞেস করেছিলাম কারণটা। তখন একটা মজার গল্প শুনিয়েছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায় বলেন, ” তখন তুই খুব ছোট। গানটা পছন্দ না হওয়ায় উঠে হাত-পা ছুঁড়ে চায়ের কাপ উল্টে তাণ্ডব শুরু করেছিলিস। তাই তোকে গুন্ডা বলি।”

শুধু গান শেখাই নয়, ওঁর সঙ্গে একবার গান গাওয়ারও সুযোগ এসেছিল। খবর শুনে পিসি ফোন করে বলেন, এই তুই নাকি আমার সঙ্গে গান গাইবি। আমি হ্যাঁ বলতে পরের প্রশ্ন, ‘আমি কি তোর সঙ্গে পারব! তোরা এখন তরুণ তাজা রক্ত…’

সন্ধ্যা পিসির সঙ্গে আমাদের পরিবারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সবার ভীষণ খেয়াল রাখতেন সন্ধ্যা পিসি। বাবা সারাজীবন নিজের জন্মদিন ভুলে যেতেন। কিন্তু, সন্ধ্যা পিসি প্রতিবছর ওই দিনে লাল গোলাপের তোড়া আর বাবার পছন্দের পারফিউম নিয়ে আসতেন আমাদের বাড়িতে।

”গলা ভারী হয়ে আসছে, কথা আটকে যাবে”, সন্ধ্যার প্রয়াণে শোকস্তব্ধ সাবিত্রী

এতো গেল সন্ধ্যা পিসির কথা। যদি সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা বলতে হয়, তাহলে বলতে হবে উনি আসলে একটা উপলব্ধি। বড়ে গুলাম আলি খাঁ-এর থেকে গান শেখা থেকে আরম্ভ করে সারা জীবনে যে কতরকমের গান গেয়েছেন তা শেষ করা যাবে না। ধ্রুপদী সংগীত থেকে আধুনিক বাংলা গান, বাউল গান, জ্যাজ… মাঝে মাঝে আমাদের বিদেশি ইংলিশ গানও গেয়ে শোনাতেন।

ফোন করলে ৪০-৪৫ মিনিটের কম কথা তো হতই না। এখনও ফোনে কথা হলে সবসময় জিজ্ঞেস করতেন কতটা রেওয়াজ করলি। কখনও কখনও আমার কোনও গান শুনে নিজেই ফোন করে বলতেন, ‘কি সুন্দর গেয়েছিস।’

উনি, আমার আরেক অভিভাবক। তার চেয়েও বড় আজ আমি আবার খুব ঘনিষ্ঠজনকে হারালাম। জানতাম, তিনি অসুস্থ, বয়স হয়েছে। গত ১৯ দিন ধরে লাগাতার চেয়েছি ফিরে আসুন। কিন্তু, সে প্রার্থনা আর সফল হল না।

We want to say thanks to the writer of this write-up for this amazing content

জন্মদিন ভুলে যাওয়া বাবার জন্য উপহার নিয়ে ঠিক হাজির হতেন সন্ধ্যা পিসি: সৈকত মিত্র

";}s:7:"summary";s:1662:"সৈকত মিত্র বাবার সঙ্গে পরিচিতির কারণে ছোট থেকেই কাছ থেকে দেখেছি সন্ধ্যা মুখোপাধ্যায়কে। বরাবরই অল্পকথার মানুষ ‘সন্ধ্যা পিসি’। স্মিতহাস্য, স্বল্পভাষী। বাবার কাছে গান তুলতে আসতেন। গানের খাতা নিয়ে বাড়িতে বসত আসর। তখন থেকে শুনতাম ওঁর গান। শুধু গান শোনাই নয়, সন্ধ্যা পিসির কাছে গানও শিখেছি আমি। ওমন গুণী মানুষকে গুরু হিসেবে পাওয়ার সৌভাগ্য কজন পেয়েছিলেন ... Read more";s:12:"atom_content";s:6006:"
সৈকত মিত্র

বাবার সঙ্গে পরিচিতির কারণে ছোট থেকেই কাছ থেকে দেখেছি সন্ধ্যা মুখোপাধ্যায়কে। বরাবরই অল্পকথার মানুষ ‘সন্ধ্যা পিসি’। স্মিতহাস্য, স্বল্পভাষী। বাবার কাছে গান তুলতে আসতেন। গানের খাতা নিয়ে বাড়িতে বসত আসর। তখন থেকে শুনতাম ওঁর গান।

শুধু গান শোনাই নয়, সন্ধ্যা পিসির কাছে গানও শিখেছি আমি। ওমন গুণী মানুষকে গুরু হিসেবে পাওয়ার সৌভাগ্য কজন পেয়েছিলেন জানি না, কিন্তু, স্বল্প সময়ের জন্য হলেও সে সান্নিধ্য পেয়েছিলাম আমি। সামনে বসে তালিম নেওয়াটা একটা অন্য অনুভূতি। একটা মজার বিষয় ছিল, উনি আমাকে গুন্ডা বলে ডাকতেন। একদিন জিজ্ঞেস করেছিলাম কারণটা। তখন একটা মজার গল্প শুনিয়েছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায় বলেন, ” তখন তুই খুব ছোট। গানটা পছন্দ না হওয়ায় উঠে হাত-পা ছুঁড়ে চায়ের কাপ উল্টে তাণ্ডব শুরু করেছিলিস। তাই তোকে গুন্ডা বলি।”

শুধু গান শেখাই নয়, ওঁর সঙ্গে একবার গান গাওয়ারও সুযোগ এসেছিল। খবর শুনে পিসি ফোন করে বলেন, এই তুই নাকি আমার সঙ্গে গান গাইবি। আমি হ্যাঁ বলতে পরের প্রশ্ন, ‘আমি কি তোর সঙ্গে পারব! তোরা এখন তরুণ তাজা রক্ত…’

সন্ধ্যা পিসির সঙ্গে আমাদের পরিবারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সবার ভীষণ খেয়াল রাখতেন সন্ধ্যা পিসি। বাবা সারাজীবন নিজের জন্মদিন ভুলে যেতেন। কিন্তু, সন্ধ্যা পিসি প্রতিবছর ওই দিনে লাল গোলাপের তোড়া আর বাবার পছন্দের পারফিউম নিয়ে আসতেন আমাদের বাড়িতে।

”গলা ভারী হয়ে আসছে, কথা আটকে যাবে”, সন্ধ্যার প্রয়াণে শোকস্তব্ধ সাবিত্রী

এতো গেল সন্ধ্যা পিসির কথা। যদি সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা বলতে হয়, তাহলে বলতে হবে উনি আসলে একটা উপলব্ধি। বড়ে গুলাম আলি খাঁ-এর থেকে গান শেখা থেকে আরম্ভ করে সারা জীবনে যে কতরকমের গান গেয়েছেন তা শেষ করা যাবে না। ধ্রুপদী সংগীত থেকে আধুনিক বাংলা গান, বাউল গান, জ্যাজ… মাঝে মাঝে আমাদের বিদেশি ইংলিশ গানও গেয়ে শোনাতেন।

ফোন করলে ৪০-৪৫ মিনিটের কম কথা তো হতই না। এখনও ফোনে কথা হলে সবসময় জিজ্ঞেস করতেন কতটা রেওয়াজ করলি। কখনও কখনও আমার কোনও গান শুনে নিজেই ফোন করে বলতেন, ‘কি সুন্দর গেয়েছিস।’

উনি, আমার আরেক অভিভাবক। তার চেয়েও বড় আজ আমি আবার খুব ঘনিষ্ঠজনকে হারালাম। জানতাম, তিনি অসুস্থ, বয়স হয়েছে। গত ১৯ দিন ধরে লাগাতার চেয়েছি ফিরে আসুন। কিন্তু, সে প্রার্থনা আর সফল হল না।

We want to say thanks to the writer of this write-up for this amazing content

জন্মদিন ভুলে যাওয়া বাবার জন্য উপহার নিয়ে ঠিক হাজির হতেন সন্ধ্যা পিসি: সৈকত মিত্র

";s:14:"date_timestamp";i:1644960934;}}s:7:"channel";a:7:{s:5:"title";s:6:"Movies";s:4:"link";s:22:"https://mov.movs.world";s:13:"lastbuilddate";s:31:"Wed, 16 Feb 2022 13:39:40 +0000";s:8:"language";s:5:"en-US";s:2:"sy";a:2:{s:12:"updateperiod";s:9:" hourly ";s:15:"updatefrequency";s:4:" 1 ";}s:9:"generator";s:28:"https://wordpress.org/?v=5.9";s:7:"tagline";N;}s:9:"textinput";a:0:{}s:5:"image";a:0:{}s:9:"feed_type";s:3:"RSS";s:12:"feed_version";s:3:"2.0";s:8:"encoding";s:5:"UTF-8";s:16:"_source_encoding";s:0:"";s:5:"ERROR";s:0:"";s:7:"WARNING";s:0:"";s:19:"_CONTENT_CONSTRUCTS";a:6:{i:0;s:7:"content";i:1;s:7:"summary";i:2;s:4:"info";i:3;s:5:"title";i:4;s:7:"tagline";i:5;s:9:"copyright";}s:16:"_KNOWN_ENCODINGS";a:3:{i:0;s:5:"UTF-8";i:1;s:8:"US-ASCII";i:2;s:10:"ISO-8859-1";}s:5:"stack";a:0:{}s:9:"inchannel";b:0;s:6:"initem";b:0;s:9:"incontent";b:0;s:11:"intextinput";b:0;s:7:"inimage";b:0;s:17:"current_namespace";b:0;s:4:"etag";s:29:"dRrELrUTmqZxVtUhmpr4eKaFE5I ";s:13:"last_modified";s:31:"Wed, 16 Feb 2022 14:20:51 GMT ";}